ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ভাইয়ের হাতে মডেল খুন

প্রকাশিত: ০৩:৫৫, ১৭ জুলাই ২০১৬

পাকিস্তানে ভাইয়ের হাতে মডেল খুন

সংস্কৃতি ডেস্ক ॥ পাকিস্তানের কিম কারদাশিয়ান হিসেবে খ্যাত মডেল কন্দিল বেলুচ তার মুলতানের নিজ বাড়িতে ভাইয়ের হাতে খুন হয়েছেন। এমন তথ্যই জানিয়েছে পুলিশ। তার আসল নাম ফৌজিয়া আজিম। যিনি ফেসবুকে খোলামেলা ছবি ও সাহসী বক্তব্য পোস্ট করার জন্য আলোচিত ছিলেন। দেশটির একটি গণমাধ্যমে প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানে বেড়ে চলা ‘অনার কিলিং’ এর সর্বশেষ শিকার হলেন অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এই সেলিব্রেটি। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা আজম সুলতান জানিয়েছেন, ফেসবুক পোস্ট ও ভিডিও নিয়ে কন্দিল বেলুচকে হুমকি দিয়ে আসছিলেন তার ভাই। শনিবার বোনকে খুন করে পালিয়েছেন তিনি। কন্দিল এক সপ্তাহ ধরে মুলতান ছিলেন। তাকে তার ভাই গুলি করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে বিভিন্ন টিভি চ্যানেল জানালেও পুলিশের ধারণা, মুলতানের বাড়িতে গলা টিপে তাকে হত্যা করা হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। ভারতের গণমাধ্যম জানিয়েছে, একজন মুফতির সঙ্গে সেলফি তোলায়ও সম্প্রতি শিরোনাম হয়েছিলেন ২৬ বছর বয়সী এই নারী; যে ছবির জন্য একটি ধর্মীয় কমিটির সদস্যপদ হারান ওই মুফতি। কন্দিল বেলুচের তিনটি বিয়ের খবর প্রকাশ হওয়ার মাত্র তিন দিনের মাথায় এ ঘটনা ঘটল বলেও কোন কোন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
×