ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সড়কে হত পাঁচ

প্রকাশিত: ০৪:২৪, ১৫ জুলাই ২০১৬

সড়কে হত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মাদারীপুর, নীলফামারী, চট্টগ্রাম, ঠাকুরগাঁও ৩ নওগাঁয় পাঁচজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। মাদারীপুর ॥ সদর উপজেলার কাঠেরপুল এলাকায় সোনালী পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে কেডিডি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার ম-ল (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল হাওলাদার জানান, বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ফেরার পথে সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার ম-লকে কাঠেরপুল এলাকায় দ্রুতগামী সোনালী পরিবহন পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। নীলফামারী ॥ ইজিবাইকের চাপায় ছয় বছরের শিশু মাসুম নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে সৈয়দপুর উপজেলা শহরের দারুল উলুম মোড়ে। শিশুটি ওই এলাকার প্রাইভেটকার চালক ফিরোজের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসার সামনের সড়কে দাঁড়িয়েছিল শিশুটি। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুরে তার মৃত্যু হয়। চট্টগ্রাম ॥ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কামালবাজার এলাকায় হিউম্যান হলার চাপায় প্রাণ হারিয়েছেন এক ভ্রাম্যমাণ হকার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ওসি শাহাজাহান কবির জানান, নিহত মকবুল হোসেনের (৫০) বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট উপজেলায়। চট্টগ্রাম নগরীর কাজিরহাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করে তিনি ভ্রাম্যমাণ হকার হিসেবে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। রিক্সা ভ্যানে করে মালামাল বিক্রি করতেন নগরীর বিভিন্ন স্থানে। বৃহস্পতিবার সকালে কামালবাজার এলাকায় একটি হিউম্যান হলার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও শহরের গোবিন্দসগর মন্দিরপাড়া এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় চন্দন (৪০) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় অঝোরধারায় বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। চন্দন ও সুরুজ সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যান্ডপার্টির মিউজিশিয়ান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক গোবিন্দনগর মন্দিরপাড়া এলাকায় টাঙ্গনব্রিজের পশ্চিমে দুজন যাত্রবাহী একটি রিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রিক্সা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চন্দন মারা যান এবং সঙ্গে থাকা সুরুজকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। নওগাঁ ॥ বুধবার রাত ১০টার দিকে বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় জাগরিয়া পাহান (৩০) নামে এক আদিবাসী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বদলগাছী-মাতাজী সড়কের আবহাওয়া অফিস সংলগ্ন স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জিয়ল সেথাইল গ্রামের মৃত যতীশ চন্দ্র পাহানের ছেলে জাগরিয়া পাহান বদলগাছী চৌরাস্তা মোড়ে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে তিনি নেশা পান করে বাড়ি ফেরার পথে চলন্ত কোন যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়ে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
×