ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমান বন্দরে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৪:১৬, ১৪ জুলাই ২০১৬

চট্টগ্রাম বিমান বন্দরে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঢাকার মতো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে সংলগ্ন এলাকায় র‌্যাব-পুলিশের নিয়মিত টহল। বিমানবন্দরের ভেতরে ও বাইরে পুলিশ, এপিবিএন, আনসার ও কাস্টমস কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দেশে সাম্প্রতিক পরিস্থিতির আলোকে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশনের চট্টগ্রাম বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার সিরাজুল কবির জানান, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। গুলশানে হলি আর্টিজান বেকারিতে গত ১ জুলাই জঙ্গী হামলার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে মঙ্গলবার নিরাপত্তা বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আরও ঢেলে সাজানো হয়েছে। জনবলও বেড়েছে। বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুর উপজেলায় আফসার আলী (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আফসার আলী ওই গ্রামের শুকুর আলীর ছেলে এবং কিশমতগণকৈড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আফসার আলীর ছেলে খোকন জানান, রাতে বাজার থেকে তার বাবা আফসার আলী বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির অদূরে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। চার যুবককে কারাদ- নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ জুলাই ॥ বগা ইউনিয়নের পাতারপুল এলাকায় একাদশ শ্রেণীর এক ছাত্রীকে যৌনহয়রানির দায়ে মিরাজ, সোহাগ, সুমন সিকদার ও ফরহাদ হোসেন নামে ৪ যুবককে কারাদ- দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত এ কারাদ- প্রদান করেন। এদের মধ্যে মিরাজকে ৬ মাসের ও অন্যদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। দ-প্রাপ্ত সবার বাড়ি বগা ইউনিয়নে। বাউফল থানার ওসি বলেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীটিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে মিরাজের নেতৃত্বে চার তরুণ প্রকাশ্যে যৌনহয়রানি করে। পরে স্থানীয় লোকজন ওই চার তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করে। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৩ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিমুল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পাড় এলাকায় ঘটে এ ঘটনা। নিহত শিমুল ওই এলাকার রুপচাঁন সরকারের ছেলে। কয়েদির মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাশিমপুর কারাগারে বন্দী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামি কামাল পাশা ওরফে পাশা (৪৫) বুধবার মারা গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। সে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার জাফরাযান এলাকার লিয়াকত আলীর ছেলে। আরও একজনের মৃত্যু সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৩ জুলাই ॥ পাবনার বেড়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সাইফুল ইসলাম (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সাতদিন মৃত্যু যন্ত্রণায় কাতরানোর পর বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। গত ৬ জুলাই বেড়া উপজেলার হরিদেবপুর গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী হাজেরা খাতুন গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মারা যান। এ সময় তার স্বামী সোহরাব হোসেন ও ছেলে সাইফুল ইসলাম তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তারাও দগ্ধ হন। অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সৈয়দপুরে আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে এক পাথর ব্যবসায়ী লাখ টাকা খুয়েছে। ওই ব্যবসায়ীর বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামে। তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৈয়দপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সৈয়দপুর বাইপাস মহাসড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। শহরের ওয়াপদা মোড়ের অদূরে পুলিশের ওই দলটি অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে মহাসড়কের ধারে পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। দুই চিকিৎসক সাময়িক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জুলাই ॥ ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী ও কলেজের ডেন্টিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক গণপতি বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির এক আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ মঙ্গলবার জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ফরিদপুর মেডিক্যাল কলেজের ১৬৬টি যন্ত্রপাতি ডিপিপির মূল্যের চেয়ে বেশি মূল্যে ক্রয়/সংগ্রহ করার পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ লঙ্ঘিত হয়েছে এবং এতে চরম আর্থিক অনিয়ম করা হয়েছে। ফের দুই অস্ত্র বিক্রেতা গুলিবিদ্ধ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এবার দুই অস্ত্র বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার ও দুটি ককটেল উদ্ধার করেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের একড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অস্ত্র ব্যবসায়ীরা হলেনÑ সদর উপজেলার ঘরছালা গ্রামের রমজান আলী মোল্লা ও কলারোয়া থানাধীন মাদরা গ্রামের মফিজুল ইসলাম। মঙ্গলবারের বন্দুকযুদ্ধে দুই অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধের পাশাপাশি গত শনিবার থেকে পর পর ৪ দিনে জেলায় পৃথক বন্দুকযুদ্ধে এক বিএনপি নেতা নিহতের পাশাপাশি তিন মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতে একড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধ অস্ত্র বেচাকেনার সংবাদে কলারোয়া থানার পুলিশ সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় অস্ত্র ব্যবসায়ীদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ আহত হলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে দুই অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। আহতদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবান ইউপি কার্যালয়ে তালা নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৩ জুলাই ॥ ইউপি চেয়ারম্যান ও সচিবের দ্বন্দ্বে বন্ধ রয়েছে বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়। আর এতে চরম ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা জনসাধারণ। মঙ্গলবার রাতে ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো পরিষদ কার্যালয় তালা মেরে বন্ধ করে দিতে নির্দেশ দেয় অফিস পিয়নকে, এরপর থেকে মূলত বন্ধ রয়েছে কার্যালয়টি। এদিকে বুধবার সকালে ইউপি মেম্বার ও সচিব কার্যালয়ে এসে বাইরে অবস্থান করে। গির্জা পরিদর্শনে পুলিশ সুপার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ রহস্যজনক চিঠির কারণে বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার সিরাজদিখান উপজেলার খ্রীস্টান পল্লীর সাধু যোসেফ গির্জা পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপার বলেন, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ আপনাদের পাশে আছে। পুলিশ সুপার ফাদার বুলবুল আগস্টিন রিবেরোর সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে বিস্তারিত অবগত হন। তিনি পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উল্লেখ্য, মঙ্গলবার সাধু যোসেফ গির্জার ফাদার বুলবুল আগস্টিন রিবেরোর কাছে একটি রহস্যজনক চিঠি আসে। নাম-ঠিকানাহীন চিঠির লেখক তার জন্য একটি চাকরি প্রার্থনা করেছেন।
×