ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জাতীয় গণতান্ত্রিক লীগের মানববন্ধনে হাছান মাহমুদ

জামায়াতের অর্থায়ন ও খালেদার মদদে জঙ্গী হামলা ঘটছে

প্রকাশিত: ০৬:২২, ১৩ জুলাই ২০১৬

জামায়াতের অর্থায়ন ও খালেদার মদদে জঙ্গী হামলা ঘটছে

বিশেষ প্রতিনিধি ॥ সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যাকে বিগত সময়ের পেট্রোলবোমা হামলার নতুন সংস্করণ হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এ ধরনের ঘটনার বেনিফিশিয়ারি হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে আইএসের কোন এজেন্ডা নেই। এ দেশে আইএসের নামে যেসব হত্যাকা- হচ্ছে, তার উদ্দেশ্য রাজনৈতিক, ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়। এসব হত্যাকা-ের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন তিনি। হাছান মাহমুদ বলেন, আইএসের নামে হরকত-উল- জিহাদ বা জেএমবি হামলা চালাচ্ছে। তাদের মূল পরিকল্পনাকারী ও প্রশিক্ষণদাতারা জামায়াত-শিবিরের সাবেক কর্মী। জামায়াত-শিবিরের অর্থায়ন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশ্রয়-প্রশ্রয়ে এসব ঘটনা ঘটানো হচ্ছে। দেশের অগ্রগতি ও শান্তি নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র চলছে। তাই এসব হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে বাঙালী জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, আর এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূল করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠা করবে। ‘বাংলাদেশে একটি নির্বাচন হলে এসব হত্যাকা--গুপ্তহত্যা বন্ধ হবে মর্মে সম্প্রতি খালেদার বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, তাঁর এ বক্তব্যে প্রমাণিত হয়েছে যে এসব ঘটনায় খালেদা জিয়া ও তাঁর নেতৃত্বাধীন জঙ্গীগোষ্ঠীর হাত রয়েছে। গুলশান সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। বিএনপি-জামায়াতের সঙ্গে আইএসের সম্পর্ক- খাদ্যমন্ত্রী ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে আইএস-মোসাদের সম্পর্ক রয়েছে। মোসাদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর থেকেই দেশে জঙ্গী হামলা বেড়েছে। তাই এই জঙ্গীবাদ দমন করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ধর্মীয় উগ্র মৌলবাদ : জঙ্গী নামে অপতৎপরতার’ প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট কেন্দ্রীয় কমান্ড আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি আারও বলেন, একাত্তরে যেভাবে একটি গোষ্ঠী আলবদর, রাজাকার সৃষ্টি করেছিল, ঠিক তেমনিভাবে মোসাদ এবং আইএস’র সঙ্গে সম্পর্ক গড়ে তুলে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায়। জঙ্গীবাদ দমনে সামাজিক বিপ্লবের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাসী ও জঙ্গীদের কোন ঠাঁই হবে না। সারাদেশে প্রতিরোধ সৃষ্টি করে জঙ্গী-সন্ত্রাসীদের দমন করা হবে। ষড়যন্ত্রকারীদের দেয়া হবে দাঁতভাঙা জবাব। সংগঠনের চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্ব মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
×