ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় যুবলীগের জঙ্গীবিরোধী মহাসমাবেশ আজ

প্রকাশিত: ০৫:৪৮, ১৩ জুলাই ২০১৬

ঢাকায় যুবলীগের জঙ্গীবিরোধী মহাসমাবেশ আজ

বিশেষ প্রতিনিধি ॥ সম্প্রতি রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গী হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় আজ বুধবার মহাসমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই মহসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ থেকে রাজধানীসহ গ্রামগঞ্জে পাড়া-মহল্লায় যুবলীগের নেতৃত্বে ‘যুব বিগ্রেড’ গঠন করার নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন জঙ্গীদের এই আক্রমণ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও পুরো জাতির ওপর আক্রমণ। এদের শেকড় সমূলে উৎপাটন ও ধ্বংস না করা পর্যন্ত যুবসমাজ ঘরে ফিরে যাবে না। প্রতিটি পাড়া-মহল্লায় যুব বিগ্রেড গঠনের প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল শোডাউন করতে এই মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে। যুবলীগ দক্ষিণের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। যুবলীগকে ‘যুব বিগ্রেড’ গঠনের দিকনির্দেশনা দেবেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। আজকের মহাসমাবেশকে সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন ইসমাইল চৌধুরী সম্রাট।
×