ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

বিদেশীসহ হত ১০

প্রকাশিত: ০৪:৩১, ১২ জুলাই ২০১৬

বিদেশীসহ হত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকু-, বরিশাল, ঢাকার সাভার, সিলেট, বাগেরহাট ও নীলফামারীর তারাগঞ্জে, গাইবান্ধার ফুলছড়ি ও পলাশবাড়িতে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানী নাগরিক ও শিশুসহ দশজন নিহত ও ৩২ জন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। সীতাকু- চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকু-ের ছোট দারোগারহাট ও জোড়ামতল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাকিস্তানী নাগরিকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাকিস্তানী নাগরিক সালমান আরজুমসহ আরও ২ জন। গত রবিবার রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে জহিরুল হাসান খান (৫০) নামে এক পাকিস্তানী নাগরিক নিহত হয়েছে। জহিরুল হাসান খান সীতাকু- উপজেলাধীন কদম রসুল এলাকার সানম্যান টেক্সটাইলের জি.এম হিসেবে কর্মরত ছিলেন। এখনও ঈদের ছুটি শেষ করে ঢাকা থেকে নিজ কর্মস্থলে ফিরছিলেন। নিহত পাকিস্তানীর পিতার নাম রিয়াজ হাসান। সীতাকু-ের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নেজামুল ফাহমিদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা থেকে একটি প্রাইভেটকার যোগে ৪ জন চট্টগ্রামের দিকে আসার সময় উপজেলাধীন ছোট দারোগারহাট এলাকা অতিক্রম কালে চালক ঘুমিয়ে পড়ে। এই অবস্থায় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পাকিস্তানী নাগরিক জহিরুল হাসান খানকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে উপজেলার জোড়ামতল এলাকায় রবিবার রাতে রাস্তা পারাপারের সময় মোহাম্মদ এমরান (৩৩) নিহত হয়েছে। নিহত এমরান উপজেলাধীন বারআউলিয়া এলাকার মৃত আবদুর রহমানের পুত্র বলে জানা যায়। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বার্থী ও বেজহার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে বার্থী বাজার এলাকায় গৌরনদী থেকে কালকিনিগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে স্বজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক ফেরদৌস (৩৫) নিহত ও তার বন্ধু সুমন গুরুতর আহত হয়। ফেরদৌস কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুস সামাদ দফতরির পুত্র। অপরদিকে মহাসড়কের বেজহার নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জমির মধ্যে পড়ে এক গৃহবধূ নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। রবিবার বিকেলের এ দুর্ঘটনায় গুরুতর আহত ফরিদা বেগম (৪২) ওইদিন রাতে শেবাচিম হাসপাতালে মারা গেছেন। ফরিদা বেগম চাঁদপুর জেলার মতলব উপজেলা সদরের বাসিন্দা। সাভার ॥ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন ‘বাইশমাইল’ বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতের উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম রকিবুল ইসলাম (২৫)। তিনি পাবনার সুজানগর থানার আমিনপুর গ্রামের তোফজ্জল হোসেনের ছেলে। জানা গেছে, ‘বাইশমাইল’ এলাকায় আরিচা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে নবীনগরগামী ট্রাকের সংঘর্ষে ঘটে। আহতরা সবাই ট্রাকের যাত্রী। সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় বাবর আলী (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবর আলীর বাড়ি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার কসবা গ্রামে। তিনি এনজিও সংস্থা ঠেঙ্গামারা মহিলা সমবায় সমিতি-কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক। বাগেরহাট ॥ রূপসা পুরাতন সড়কের বাগেরহাট শহরতলীর কাড়াপাড়া ইউপির সামনে সোমবার সকালে ফকিরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে খান মোঃ ইজাবজাবুল হক (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ ৯ আরোহী আহত হন। নিহতের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা গ্রামে। নীলফামারী ॥ মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে চার বছরের শিশু মধু মিয়া। সে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দুড়াকুঠি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় মনোয়ার হোসেন তার ছেলে মধু মিয়াকে বাইসাইকেলের পেছনে বসিয়ে তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের জামাতা রশিদুলের বাড়ি থেকে নিজবাড়ি ফিরছিলেন। পথে রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জের খালেক হিমাগারের সামনে একটি মোটরসাইকেল বাইসাইকেলটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে মনোয়ার ও তার ছেলে সড়কের ওপর ছিটকে পড়ে। গাইবান্ধা ॥ গাইবান্ধার ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছে। সোমবার দুপুরে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট সড়কে কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর তেঁতুলতলা এলাকায় আয়নাল হক (৫৫) নামে এক পথচারী এবং পলাশবাড়ী উপজেলার সদরের চৌমাথা মোড়ে মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের বাসিন্দা ইরানী বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়।
×