ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাউনের নিজের ছেলেও পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গেছে

প্রকাশিত: ০৪:২০, ১২ জুলাই ২০১৬

ব্রাউনের নিজের ছেলেও পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গেছে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের পুলিশ প্রধান ডেভিড ব্রাউনের জীবনের সাম্প্রতিক আগ্নেয়াস্ত্র বিষয়ক ট্র্যাজেডি হলো ডালাস হত্যাকা-। ৫৫ বছর বয়সী ব্রাউন বন্দুক সহিংসতায় তার ভাই ও তার প্রথম পুলিশ সহকর্মীকে হারিয়েছেন। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, ছয় বছর আগে তার নিজের ছেলে গুলি করে এক পুলিশ সদস্যকে হত্যা করে এবং এরপর অন্য পুলিশ কর্মকর্তারা তার ছেলেকে গুলি করে হত্যা করে। খবর টেলিগ্রাফের। পুলিশ প্রধান ব্রাউন একজন কৃষ্ণাঙ্গ। তিনি দক্ষিণ ডালাসে বড় হয়েছেন এবং নিজেকে একজন ‘ইনার সিটি কিড’ হিসেবে অভিহিত করেছেন। ১৯৮০’র দশকে কোকেন মহামারির সর্বনাশা প্রভাব প্রথম সরাসরি প্রত্যক্ষ করে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেয়ার ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন। ১৯৮৮ সালে তার প্রথম সহকর্মী অফিসার ওয়াল্টার উইলিয়ামস একটি ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হন এবং তাকে মাথার গুলি করে হত্যা করা হয়। এর তিন বছর পর ব্রাউনের ছোট ভাই কেলভিনকেও মাদক বিক্রেতারা মাথায় গুলি করে হত্যা করে। ব্রাউন এইসব ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়লেও দৃঢ় প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যান। ১৯৯০’এর দশকে তিনি বেশিরভাগ সময় সোয়াট কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বার্লিনে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গায় ১২৩ পুলিশ আহত বার্লিনের পূর্ব দিকের একটি এলাকার পুনঃউন্নয়নের বিরুদ্ধে প্রতিবাদরত বামপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১২৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার শহরটির ফ্রিয়েদরিচশেইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই এলাকায় প্রায় সাড়ে তিন হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। এদের কেউ কেউ মুখোশ পরে ছিল এবং তারা পুলিশের দিকে পটকা ছুড়ে মেরেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গেল পাঁচ বছরের মধ্যে সবচেয়ে সহিংস প্রতিবাদ ছিল এটি। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে সহিংসতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক হাজার ৮শ’ পুলিশ মোতায়েন করা হয়েছিল। দোকানের জানালা ও পুলিশের গাড়ি ভাংচুর শুরু হলে পুলিশ কাঁদানেগ্যাস নিক্ষেপ করে। -বিবিসি
×