ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাবেক সচিব রণজিৎ বিশ্বাসের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রকাশিত: ০৮:৪৭, ২৫ জুন ২০১৬

সাবেক সচিব রণজিৎ বিশ্বাসের প্রতি  সর্বস্তরের  মানুষের শ্রদ্ধা

সাবেক জ্যেষ্ঠ সচিব ও লেখক রণজিৎ বিশ্বাসের মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে। শুক্রবার বেলা এগারোটায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে নেয়া হয়। সেখানে সরকারী কর্মকর্তা, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিক, সাংবাদিক, স্বজন, বন্ধু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খবর বাসসর। এ সময় তার স্ত্রী শেলী সেনগুপ্তা, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, ডিসি মেজবাহ উদ্দিন, আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও মফিজুর রহমান, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার প্রমুখ বক্তব্য রাখেন। চট্টগ্রামের ডিসি সরকারের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানায়Ñ সিটি কর্পোরেশন, সিইউজে, বিএফইউজে, প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রবর্তক সংঘ, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন, অভ্যুদয় সঙ্গীতাঙ্গন, গণগ্রন্থাগার অধিদফতর, জগৎপুর অনাথ আশ্রম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, নন্দীরহাট লোকনাথ সেবাশ্রমসহ বিভিন্ন সংগঠন।
×