ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভিজিডি ও ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

প্রকাশিত: ০৬:২১, ২৫ জুন ২০১৬

ভিজিডি ও ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৪ জুন ॥ তালতলী উপজেলার পঁচাকোড়ালীয়া ইউনিয়নে দুস্থদের ভিজিডি ও জেলেদের বিশেষ খাদ্যশস্য সহায়ক কর্মসূচীর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ চাল বিতরণের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ইউসিও আহসান হাবিব চাল বিতরণের খবর জানে না। তাকে না জানিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার চেয়ারম্যান চাল বিরতণ করেছে। জানা গেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ১১৮ ভিজিডি ও ২৭৫ জেলের মাঝে মার্চ ও এপ্রিল মাসের চাল শুক্রবার বিতরণ করা হয়। এ চাল বিতরণে ব্যাপক অনিয়মের রয়েছে। চাল বিতরণের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার চাল বিতরণের খবর জানে না। তাকে না জানিয়ে চাল বিতরণ করা হয়েছে। ভুক্তভোগী দুস্থরা অভিযোগ করেন দুই মাসে পরিবার প্রতি ৬০ কেজি চাল দেয়ার কথা। দেয়া হয়েছে ৪০ কেজি। অনুরূপ জেলেদের পরিবার প্রতি ৪০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দেয়া হয় ৩০ কেজি। দুস্থ লাইলি বেগম জানান দুই মাসের ৬০ কেজির পরিবর্তে দিয়েছে ৪০ কেজি। ট্যাগ অফিসার আহসান হাবিব জানান ওই ইউনিয়নের চাল বিতরণের খবর আমার জানা নেই। অনিয়ম করবে বলেই আমাকে জানানো হয়নি। পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারীর মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। ১৮তম সিনেট অধিবেশন আজ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের ১৮তম অধিবেশন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে সকাল ১০টায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সিনেট অধিবেশনে বার্ষিক বাজেট ও রিপোর্ট পেশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, অধিবেশনে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ৫২ কেজি গাঁজা উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৪ জুন ॥ শুক্রবার ভোরে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি দল বি-বাড়িয়া জেলার সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করার জন্য রওনা হয়। এ সময় কাউতলি এলাকায় ব্রিজের পাশে পাকা রাস্তার ওপর র‌্যাব সদস্যরা চেকপোস্ট বসায়। এ সময় একটি পিকআপ ভ্যানটি র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে গাড়িটি ফেলে মাদক বিক্রেতারা রেখে পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটকসহ ৫২ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলো মোঃ সিরাজুল ইসলাম ও শহিদ ভুঁইয়া। সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ জুন ॥ বগুড়ার আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। জানা গেছে, সান্তাহার শহরের কোচকুড়িপাড়া (কলসা) মহল্লার আকবর আলীর ছেলে মন্টু মিয়াকে নাটোর সদর থানার মামলায় ১০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা দেয় আদালত। মামলা হওয়ার পর থেকে মন্টু মিয়া পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে সান্তাহার শহর ফাঁড়ি পুলিশের টিএসআই সিদ্ধার্থ সাহা অভিযান চালিয়ে মন্টু মিয়াকে গ্রেফতার করে। এদিকে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ একই রাতে উপজেলার নসরতপুর বন্দর বাজারের বাসিন্দা ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিক হোসেন ওরফে আহসান হাবিবকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলায় ৭ বছরের জেলের আদেশ পাওয়া পলাতক আসামী। শুক্রবার তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বিদ্যুতস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৪ জুন ॥ করিমগঞ্জে চার্জের অটোরিক্সায় বিদ্যুততায়িত হয়ে হোসাইন (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে করিমগঞ্জ পৌরসভার আশুতিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। শুক্রবার সকালে বাড়ির সামনে রাস্তার পাশে পিন্টুরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। পরিচ্ছন্নতায় মাঠে সংসদ সদস্য নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৪ জুন ॥ ফেনী শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট নিরসনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও পৌরসভার পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন সংসদ সদস্য ও জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে তিনদিন ১শ’ ছাত্রলীগ নেতাকর্মী মাঠে থাকবেন। পৌর মেয়র আলাউদ্দিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রসাশক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক। ঈদকে সামনে রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। দুই সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৪ জুন ॥ শুক্রবার ভোরে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কলেজ পাড়া উত্তর কাউতলী বালুর মাঠ এলাকায় নাশকতামূলক কর্মকা-ের জন্য প্রস্তুতি গ্রহণকালে সন্ত্রাসী শফিকুল ইসলাম ওরফে খোকন, ও কাউসার মিয়াকে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। সেপটিক ট্যাংকে বৃদ্ধার লাশ সংবাদদাতা বোয়ালমারী, ফরিদপুর, ২৪ জুন ॥ নিখোঁজের দুদিন পর বৃহস্পতিবার খবর পেয়ে রাত সোয়া নয়টায় থানা পুলিশ ১১ সন্তানের জননী সানোয়ারা বেগম (৬২) নামে এক বৃদ্ধার লাশ নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে। সানোয়ারা বেগমের বাড়ি বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামে। স্বামীর নাম ধলা মিয়া শেখ। বেগমকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে। দশ দিন নিখোঁজ আশুলিয়ার স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ জুন ॥ আশুলিয়ায় গোবিন্দ চন্দ্র সূত্রধর (১৩) নামের এক স্কুলছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ১৫ জুন সকালে আশুলিয়া থানাধীন কুমকুমারী বাজার এলাকা থেকে ওই স্কুল ছাত্র নিখোঁজ হয়। সে কুমকুমারী বাজার এলাকার দর্পণ মডেল একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র। নিখোঁজের বাবা মধু চন্দ্র সূত্রধর জানান, তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার তেলিপাড়া গ্রামে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রী। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি কুমকুমারী বাজার এলাকায় মনির মিয়ার বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকেন। ১৫ জুন সকাল ৮টার দিকে তার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খোঁজও নিয়েও তার ছেলের কোন সন্ধান মিলেনি। অবশেষে ২২ জুন তিনি এ ব্যাপারে থানায় একটি জিডি করেন। কুষ্টিয়ায় সংঘর্ষে আহত ৬ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৪ জুন ॥ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন পায়ে গুলিবিদ্ধ চাঁদগ্রামের সাবেক মেম্বর এনামুল গ্রুপের নজরুল ইসলামের ছেলে সোহাগ। এছাড়া মিনাজ গ্রুপের খোশবার আলীর ছেলে সাইফুল ও এলাহী মালিথার ছেলে হাফিজুল ইসলামের। স্থানীয়রা জানায়, এলকায় আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার সকাল ৭টার দিকে ভেড়ামারার চাঁদগ্রামে মিনাজ গ্রুপ ও সাবেক মেম্বর এনামুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের লোকজন বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালত স্থাপনে প্রজ্ঞাপন সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৪ জুন ॥ শাহজাদপুরে যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২ জুন সরকারের পক্ষে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা। গত ৭ জুন মঙ্গলবার ‘বাংলাদেশ গেজেট’র অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। এ বিষয়ে শুক্রবার শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এ হামিদ লাভলু বলেন, বিচার প্রক্রিয়াকে বিচারপ্রার্থী জনগণের দোরগোড়ায় নিয়ে আসার সরকারী এ উদ্যোগকে স্বাগত জানাই। বিষপ্রয়োগে পুকুরের মাছ নিধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের আরিফুর রহমানের বাড়ির পুকুরে বৃহস্পতিবার রাতে বিষপ্রয়োগে অর্ধলাখ টাকার মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় শুক্রবার সকালে মাদক বিক্রেতা ফুয়াদ খানকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জানা গেছে, পূর্বশত্রুতার জেরধরে দীর্ঘদিন থেকে ফুয়াদ আর্থিকভাবে ক্ষতিসাধনের জন্য আরিফুর রহমানকে হুমকি দিয়ে আসছিল।
×