ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

লাশ নিয়ে দুই থানার রশি টানাটানি

প্রকাশিত: ০৬:২০, ২৫ জুন ২০১৬

লাশ নিয়ে দুই থানার রশি টানাটানি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দুই থানার মধ্যবর্তী স্থান থেকে যুবকের লাশ উদ্ধার করায় আইনী জটিলতায় লাশ দাফন নিয়ে সমস্যায় পড়েছেন স্বজনরা। সিলেটের দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ থানার মধ্যবর্তী স্থান থেকে শুক্রবার সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আখলিসুর রহমান জালাল (২৮) নগরীর শুকরিয়া মার্কেটে দর্জির কাজ করতেন। তার বাড়ি বিশ্বনাথের তাজমহরম গ্রামে। দুই থানার মধ্যবর্তী আলীনগর নামক এলাকার সড়কের পাশ থেকে জালালের মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ সময় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহ উদ্ধার করলেও ঘটনাটি বিশ্বনাথ থানা এলাকায় ঘটেছে বলে দাবি তাদের। তাই এ ঘটনায় কোন মামলাও নিতে চাচ্ছে না দক্ষিণ সুরমা থানা। অপরদিকে বিশ্বনাথ থানা পুলিশের দাবি, ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুরমা থানা এলাকায়। এদিকে, দুই থানার এই ধাক্কাধাক্কিতে বিপাকে পড়েছে নিহতের পরিবার। কোন থানাই দায় না নেয়ায় নিহতের দাফন সম্পন্ন করতে পারছে না পরিবার। বেলা সাড়ে ৪ টা পর্যন্ত নিহতের দাফন হয়নি। জানা যায়, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে একটি ফোন কল পেয়ে বাসা থেকে বেরিয়ে আসে জালাল। এরপর আর সে বাসায় ফিরেনি। ভোর সাড়ে ৪ টার দিকে আলীনগর রাস্তার পাশে তার খ-িত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। এ সময় দুই থানার পুলিশই সীমানা নির্ধারণ নিয়ে বিতর্ক জড়িয়ে পড়ে। দুই থানার পক্ষ থেকেই দাবি করা হয় ‘অন্য থানা এলাকায়’ মরদেহ পাওয়া গেছে। এই বিতর্কের এক পর্যায়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের ভাই হেলাল আহমদ বলেন, দুই থানার কোনটিই এই ঘটনায় মামলাও নিতে চাচ্ছে না। আমরা এক থানায় গেলে, পুলিশ অন্য থানায় যেতে বলে। কোন থানাই দায় না নেয়ায় আমরা এখন পর্যন্ত মরদেহ দাফন করতে পারছি না। এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই বলেন, আখলিসুর রহমান জালালের বাড়ি বিশ্বনাথে হলেও তার মরদেহ দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জে খানাখন্দে ভরা শোলাকিয়া ঈদগাহ সড়ক নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৪ জুন ॥ উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ঘেঁষে সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। এতে সামান্য বৃষ্টির পানিতেই রাস্তায় পানি জমে জলমগ্নের সৃষ্টি হয়। কিশোরগঞ্জ পৌরসভাধীন ঈদগাহের সামনের সড়কটি পুরান থানা হয়ে রেলক্রসিং থেকে মাঠের শেষপ্রান্ত পর্যন্ত রাস্তাটি খুবই জরাজীর্ণ। সব সময় যেন এ সড়কে কাদা, ময়লা লেগেই থাকে। অথচ রোজা শেষে শোলাকিয়া মাঠে ঈদের নামাজ আদায় করতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি এ সড়ক দিয়ে যাতায়াত করবেন। এ কারণে সড়কটি অতি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। জানা গেছে, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ পরিচিত করেছে কিশোরগঞ্জকে। এ মাঠে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করতে প্রতিবছর ছুটে আসেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি। কিন্তু মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সম্মিলনে যোগ দিতে আসা মুসল্লিরা ঈদগাহ সংলগ্ন এ খানাখন্দ সড়ক দিয়ে চলাচল করে নানা ভোগান্তির শিকার হতে হয়। প্রতিবছর ঈদ এলেই সড়কটি সংস্কার করা হলেও তা বেশিদিন টিকে না। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। বর্তমানে রাস্তাটির বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখন বর্ষাকাল থাকায় এসব গর্তে বৃষ্টির পানি জমে যান চলাচলসহ মানুষের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ব্যস্ত সময় কাটছে ভৈরবের পাদুকা কারিগরদের নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৪ জুন ॥ ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটছে ভৈরবের জুতা তৈরির কারিগরদের। এখানকার শহরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের আনাচে কানাচে গড়ে ওঠা ৫০ থেকে ৬০টি পাদুকা পল্লীর প্রায় ৮ হাজার কারখানার লক্ষাধিক কারিগরের দিন-রাতের ব্যবধান যেন ঘুচে গেছে। তবে দ্রব্যমূল্যের চড়া বাজার দরে কাক্সিক্ষত মজুরি না পাওয়ায় ক্ষোভের কথা জানালেন কারিগররা। অপরদিকে নিম্নমানের ভারতীয় জুতার আমদানির কারণে লোকসানের কথা জানিয়ে কারখানা মালিকদের দাবি, অবিলম্বে তা বন্ধের উদ্যোগ সরকার না নিলে লোকসানের মুখে পড়বে দেশীয় এ শিল্প। জুতা পরিবহনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী ট্রেনে বিশেষ বগি বরাদ্দের দাবি জুতাশিল্প মালিক সমিতির। বছরের যে কোন সময়ের চেয়ে এখন অধিক বেশি কর্মমুখর ভৈরবের জুতা কারখানাগুলো। প্রতিটি কারখানায় বিরতিহীন চলছে নানান রং, সাইজ ও ডিজাইনের জুতা তৈরির কাজ। ডিজাইন, সেলাই, কাটিং, সোল তৈরি, পেস্টিং, রং করা, সলিউশন করা, আপার তৈরি, ফিতায় বেনী করা, বাক্স তৈরি ইত্যাদি বিভিন্ন রকম কাজের ভিন্ন ভিন্ন কারিগররা যার যার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। এসব কারখানার একেকজন শ্রমিক সাধারণত দৈনিক ২৫০ থেকে ৩০০ টাকা উপার্জন করলেও, নানান উৎসবের সময় এ আয় বেড়ে যায়। দুই ডাকাতের চোখ তুলে ফেলল জনতা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ জুন ॥ ফরিদপুরে মোহাম্মদ আলী খান (২৮) ও নুর ইসলাম (৩৫) নামের দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে তাদের চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের মুরারীদহ গ্রামে এ ঘটনা ঘটে। নুর ইসলাম সদরপুর উপজেলার কৃষ্টপুর গ্রামের মৃত আলী খানের ছেলে। মোহাম্মদ আলী ফরিদপুর সদরের হারুকান্দি মহল্লার সেকেন্দার আলীর ছেলে। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে ডাকাতের একটি দল মুরারীদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে স্থানীয়রা তাদের ঘেরাও করে। এ সময় উত্তেজিত জনতা মোহাম্মদ আলী ও নুরুকে আটক করে। বিক্ষুব্ধ জনতা এ সময় আটককৃত দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে এক পর্যায়ে তাদের চোখ তুলে দেয়। মামলা প্রত্যাহার দাবি নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ জুন ॥ মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে লাকসাম বাইপাস সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা (দক্ষিণ) সাংবাদিক ফোরাম ও লাকসাম প্রেসক্লাব। এতে বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, মশিউর রহমান সেলিম, সাংবাদিক কামাল উদ্দিন, রফিকুল ইসলাম শান্ত, সামছুল আলম রাজন, মুরশিদুর রহমান সোহেল, রফিকুল ইসলাম, আবদুল বাকী মিলন, মোজাম্মেল হক আলম, শহিদুল ইসলাম শাহিন, জাফর আহমেদ, সাইফুল ইসলাম রাজু প্রমুখ। মানববন্ধনে বক্তারা মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি, বিজয় টিভির কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি ও দৈনিক মানবজমিন মনোহরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রতাহারের দাবি জানান। সোনার বারসহ আটক এক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কলারোয়া সীমান্ত থেকে ভারতে পাচারকালে ছয় পিস সোনার বারসহ আফতাবুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন মজুমদারের খালের ওপার থেকে তাকে আটক করা হয়। আটক আফতাবুজ্জামান একই উপজেলার কেড়াগাছি ইউনিয়নের চারা বটতলার আবুল ম-লের ছেলে। ১৫ লাখ টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৪ জুন ॥ পোড়া তেল ও নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে চট্টগ্রামের পটিয়ায় বনফুল ফ্যাক্টরিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে একটানা বেলা সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন র‌্যাবের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইর পরিদর্শক সাইফুর রহমানসহ র‌্যাবের উর্ধতন কর্মকর্তা। সকাল থেকে বনফুল ফ্যাক্টরির বিস্কুট, চানাচুর, সেমাই ও নুডুস কারখানা পরিদর্শন শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ লাখ টাকা এই জরিমানা আদায় করেন। আগামী এক মাসের মধ্যে নোংরা পরিবেশ পরিবর্তন না হলে ফ্যাক্টরি সিলগালা করে দেয়ার হুঁশিয়ারি দেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার মোঃ কামাল মোস্তাফা ফ্যাক্টরির পরিবেশে ফিরিয়ে আনার আশ্বাস দেন। ভাইয়ের হামলায় ভাই নিহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সদরের খারুলিয়া দরগাপাড়ায় বড় ভাই ও ছোট ভাইয়ের হামলায় মেজ ভাই ছালামত উল্লাহ নিহত হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শেখ ছালামত উল্লাহ (৪৮) দরগাপাড়ার মৃত শেখ আনু মিয়ার পুত্র। জানা যায়, নিজ বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় জমি নিয়ে তিন সহোদরের মধ্যে বাকবিত-া হয়। এক পর্যায়ে বড় ভাই আমান উল্লাহ (৫০) ও ছোট ভাই মোঃ বেলাল উদ্দিনসহ তাদের স্ত্রী সন্তানরা মিলে মেঝ ভাই শেখ ছালামত উল্লাহর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর একটি মালবাহী ট্রাক বিকল হওয়ায় গজারিয়া অংশে তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুরে বিকল হওয়া ট্রাকটি সরানো হলে যান চলাচল শুরু হয়। তবে সাপ্তাহিক ছুটির দিন আর ঈদ আসন্ন হওয়ায় মহাসড়কে যানবাহনে অত্যধিক চাপ রয়েছে ফলে থেমে থেমে কয়েক দফা যানজটে পড়তে হয়েছে এ পথে চলাচলকারী যাত্রীদের। তীব্র গরমে দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। তবে যানজট বিকেলে হ্রাস পেতে থাকে। বন্দুকযুদ্ধে ডাকাত নিহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার ছলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব শাখারিয়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। নিহত ডাকাত দুলাল (৩৫) বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের চন্ডীপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। থানার ওসি জিয়াউল আহসান জানান, তারা জানতে পারেন পূর্ব শাখারিয়ার ঘটনাস্থলে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে। পুলিশ রাত পৌনে দুটার দিকে ঘটনাস্থলে গিয়ে চারদিক ঘিরে ফেলার চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত পিছু হটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুলালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। বন্দুকযুদ্ধে জহির নামের এক কনস্টেবল আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৮ রাউন্ড শটগানের গুলি, দেশীয় তৈরি দুটি পাইপগান ও পাইপগানের ভেতরে লোড করা ২ রাউন্ড গুলি, ১টি শাবল, ১টি রামদা, ১টি ছুরি ও ১টি মোবাইল সেট উদ্ধার করেছে।
×