ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় আ’লীগ কার্যালয় নির্মাণে বাঁধা

প্রকাশিত: ০১:১৭, ২৪ জুন ২০১৬

কুতুবদিয়ায় আ’লীগ কার্যালয় নির্মাণে বাঁধা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন তার ইউপি এলাকায় আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে বিএনপি-যুবদলের সশস্ত্র ক্যাডাররা আ’লী নেতা-কর্মীদের উপর হমলা এবং ইউনিয়ন আ’লীগের কার্যালয় নির্মাণ করতে মজুদকৃত উপকরণ লুট করে নিয়ে গেছে। আ’লীগের উপর ক্ষুব্ধ বিএনপির এ নেতা প্রকাশে তার কর্মীদের বলে বেড়ান যে লেমশীখালী ইউনিয়নে আ’লীগের কোনধরণের অফিস বা সভা-সমাবেশ করা যাবে না। সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর লেমশীখালী ইউপি আ’লীগের কার্যালয়টি ভেঙ্গে চুরমার করে দেয় চেয়ারম্যানের লোকজন। ওইসময় প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার টেনে দা দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে। এ ঘটনায় জড়িতদের আসামী করে লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদী হয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকতার হোছাইন চেয়ারম্যানকে প্রধান আসামী করে ১২ যুবদল ক্যাডারের বিরুদ্ধে মামলা দায়ের করেন কুতুবদিয়া থানায়। সম্প্রতি মামলায় জামিনে মুক্ত হয়ে চেয়ারম্যান আকতার হোছাইন তার লোকজনদের উস্কানি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যানের ইন্ধনে বিএনপি নেতা নাজিম উদ্দিন মেম্বার, যুবদলের সভাপতি ছরওয়ার আলম ও জামায়াত নেতা আবু ইছহাক ও যুবদলের সশস্ত্র ক্যাডাররা ওই এলাকায় আ’লীগ কার্যালয় নির্মাণ করা যাবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। সর্বশেষ শুক্রবার দলীয় কার্যালয় তৈরী করতে গেলে আ’লীগ ও যুবলীগের কর্মীদের উপর ফের হামলা করে যুবদলের সশস্ত্র ক্যাডাররা। তাদের হামলায় সাইফুল ইসলাম ও আমিরুল করিম নামে দুইজন আ’লীগ নেতাকর্মী আহত হয়েছেন। জানা যায়, কুতুবদিয়ায় কিছু সুবিধাভোগী আ’লীগ নেতার কারণে বিএনপি-জামায়াতের শক্তি সঞ্চার করছে। ওসব ধান্ধাবাজদের জন্য কুতুবদিয়ায় দলের ‘চেইনঅবকমান্ড’ ভেঙ্গে পড়েছে। গেল ইউপি নির্বাচনে কুতুবদিয়ায় আ’লীগের ভরাডুবির কারণই হচ্ছে বিএনপি-জামায়াতের নেতাদের সঙ্গে আ’লীগের ধান্ধাবাজ কয়েকজন নেতার কানেকশন। এ কারণে তৃণমূল নেতা-কর্মীরা ওই নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করেছে। লেমশীখালী ইউনিয়ন আ’লীগের কার্যালয় নির্মাণে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন নেতাকর্মীরা।
×