ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রফতানিতে উৎসে কর পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে

প্রকাশিত: ০৪:১৩, ২২ জুন ২০১৬

রফতানিতে উৎসে কর পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পে উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত, সময়োপযোগী নয় বলে দাবি করেছে রফতানিকারকদের সংগঠন-ইএবি। আর এই প্রস্তাব কার্যকর হলে ছোট ও মাঝারি আকারের অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন- বিজিএমইএ। তাই পরিস্থিতি বিবেচনায় উৎসে কর বাড়ানোর প্রস্তাব পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। গত ২ জুন প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা; এমন স্বপ্ন ও সম্ভাবনার প্রায় সাড়ে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত এই বাজেটে যেখানে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। বড় এই লক্ষ্যমাত্রা অর্জনে তৈরি পোশাক শিল্পের মতো রফতানিমুখী খাতে বিদ্যমান উৎসে কর দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত পোশাক শিল্পের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন এ খাতের ব্যবসায়ীরা। বর্তমান পরিস্থিতিতে উৎসে কর না বাড়িয়ে এ খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বড় অংকের রাজস্ব আদায়ে, করের আওতা ও পরিমাণ বাড়ানো যেমন জরুরী, তেমনি পোশাকশিল্পের মতো উৎপাদনশীল খাতে কর সুবিধা থাকা উচিত বলে মনে করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ। প্রবৃদ্ধি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই ॥ পরিকল্পনামন্ত্রী অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রবৃদ্ধি নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। চলতি অর্থবছরে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ এবং আগামী অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ হবেই। এখানে কোন কম হবে না। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষে মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমেরিকার সঙ্গে তুলনা করলে হবে না। আমেরিকার প্রবৃদ্ধি নিম্নমুখী; আমাদের প্রবৃদ্ধি উচ্চমুখী। আমাদের সরকার আমলে ৫ বছরে গড়ে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এটা পৃথিবীর কোথাও হয়নি। তিনি বলেন, বেসরকারী বিনিয়োগ গত ৬ মাসে বেড়েছে। অর্থনীতির সব সূচকও বেড়েছে। দারিদ্র্য বিমোচনে কাজ করছে ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ অর্থনৈতিক রিপোর্টার ॥ দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ ’৭৩ সালে ঢাকা জেলায় ছোট পরিসরে অগ্রযাত্রা শুরু করলেও আজকে তা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আমানত এবং ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করায় সেই যাত্রা পুরো দেশব্যাপী বিস্তৃতি লাভ করেছে। এমনকি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) জি.ডি.(পি) পিএসসি আবু জাফর চৌধুরী। মঙ্গলবার ফার্মাগেট ‘দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ’ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×