ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আমতলীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ০৬:২৬, ২১ জুন ২০১৬

আমতলীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২০ জুন ॥ আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত নুরুজ্জামান, মাসুদ ও প্রিন্সকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে আমতলী সরকারী কলেজ গেটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান ও তার সহযোগী মাসুদ মিয়াসহ ৭/৮ জন আমতলী সরকারী কলেজের মূল গেট দিয়ে বের হচ্ছিল। অপর দিকে ছাত্রলীগের সদস্য সবুজ মেলকার, প্রিন্স হাওলাদার, শাহীন ও জিসাদসহ ১০/১২ জন কলেজের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল। এ সময় ছাত্রলীগ আহ্বায়ক নুরুজ্জামানের বাহুতে প্রিন্স হাওলাদারের ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সবুজ মেলকার, প্রিন্স ও তার সহযোগীরা ছাত্রলীগ আহ্বায়ক ও তার সহযোগী মাসুদ মিয়ার ওপর হামলা করে। আড়াইহাজারে সংঘর্ষে আহত ৩৫ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ জুন ॥ আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধ ও তুচ্ছ ঘটনার জের ধরে পৃথক পৃথক সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। রবিবার রাতে উপজেলার জালাকান্দি, ছোট বিনাইরচর, নয়নাবাদ, দক্ষিণপাড়া ও বড় ফাউসা গ্রামে এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটে। আহতদের মধ্যে ৩২ জনকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জালাকান্দি গ্রামে রবিবার রাতে জমি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে জমির আলী, রউফ মিয়া, ওমর ফারুক, সফিকুল, নজরুল, বারেকসহ ছয়জন আহত হন। ছোট বিনাইরচর গ্রামে রহমত আলী ও মাহমুদ আলীর লোকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে রহমত আলী, খোশমেহের, হযরত আলী, শওকত আলী, আলমগীর ও মোঃ আলীসহ ১০ জন আহত হয়। এরমধ্যে রহমত আলীর হাতের আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একইদিনে দক্ষিণপাড়া গ্রামে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহাবুদ্দিন, ফাতেমা, মফিজুল, আউয়াল, ঝর্না, সুফিয়ানসহ ১০ জন আহত হয়। বড় ফাউসা গ্রামে সংঘর্ষে আয়েশা, শাকিল হোসেন ও আরিফসহ পাঁচজন আহত হয়। নয়নাবাদে দুইপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়।
×