ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আইনমন্ত্রী আনিসুল হককে ভিয়েনায় সাদর অভ্যর্থনা প্রবাসীদের

প্রকাশিত: ০৬:২২, ২১ জুন ২০১৬

আইনমন্ত্রী আনিসুল হককে ভিয়েনায় সাদর অভ্যর্থনা প্রবাসীদের

আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হককে সাদর অভ্যর্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রীয় প্রবাসী বাংলাদেশীরা। ভিয়েনায় ইউএনসিএসি কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে তিনদিনের সরকারী সফরে তিনি রবিবার রাতে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আবদুল জলিল, শামছুল ইসলাম, বাংলাদেশ-অষ্ট্রিয়া সমিতির সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিম মিয়া বাবু, বাঙালী-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহীদাস সাহা, আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েস, কামাল পাভেজ, জুয়েল প্রমুখ। এ সময় বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার কাউন্সিলর শাবাব বিন আহমেদ এবং প্রবাসী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি কাওরান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার কাওরান বাজার ও ফার্মগেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ডিএনসিসি’র অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান। এ সময় কাওরান বাজারের বিভিন্ন খাদ্যদ্রব্যের আড়তসহ ৭টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য প্রিন্স হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। -বিজ্ঞপ্তি
×