ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় নির্যাতনের পর বাক্সে ভরে শিশু হত্যা ॥ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৬:২২, ১৯ জুন ২০১৬

সাতক্ষীরায় নির্যাতনের পর বাক্সে ভরে শিশু হত্যা ॥ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মাত্র এক কেজি মাংসের জন্য নির্যাতনের পর বাক্সবন্দী করে হত্যা করা হয় শিশু ফাহিম আহমেদকে (৮)। সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের ছেলে ফাহিমের লাশ উদ্ধার করা হয় সীমান্তের একটি পাটক্ষেত থেকে বুধবার সন্ধ্যার পর। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে শুক্রবার রাতে চারজনকে গ্রেফতারের পর হত্যাকা-ের মূল রহস্য উদঘাটিত হয়েছে। গ্রেফতারকৃতরা হলেনÑ সদর উপজেলার কুশখালী গ্রামের মুজিবর রহমান, তার স্ত্রী ছফুরা খাতুন, ছেলে ইব্রাহিম হোসেন ও ইসরাফিল হোসেন। ফাহিম সদর উপজেলার কুশখালি গ্রামে মায়ের সঙ্গে নানা হাজী মোহাম্মদ আলির বাড়িতে থাকত। বাড়ির কাছাকাছি মুজিবর রহমানের সাইকেল মেরামতের একটি দোকান রয়েছে। ১৪ জুন সকালে এক কেজি গরুর মাংস কিনে মুজিবর রহমান শিশু ফাহিমকে দিয়ে ওই মাংস বাড়ি পাঠিয়ে দেন। ফাহিম মুজিবর রহমানের বাড়ি গিয়ে বাড়িতে কাউকে না পেয়ে মাংসের ব্যাগটি রেখে আসে মুজিবুরের বাড়িতে একটি ভ্যানের উপর। পরে মুজিবর রহমানের পরিবারের সদস্যরা বাড়ি এসে দেখে মাংসের প্যাকেট কুকুরে টানাটানি করছে। এতে ক্ষিপ্ত হয়ে মুজিবর রহমান ফাহিমকে ডেকে পাঠায় এবং ফাহিমের ওপর নির্যাতন শুরু করে। ঘাতকদের প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যরা ফাহিমকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে ফাহিমের মাথা ও শরীরের বিভিন্ন অংশ ফেটে রক্ত বের হতে থাকে। রক্ত বন্ধ করার জন্য ফাহিমের শরীরের বিভিন্ন স্থানে ফেভিকল আঠা লাগায় মুজিবর ও তার পরিবারের সদস্যরা। কিন্তু রক্ত বন্ধ হয় না। উল্টো ফাহিমের শরীরের বিভিন্ন অংশ ফুলে চাক চাক হয়ে ওঠে। পরিস্থিতি খারাপের দিকে গেলে ফাহিমকে একটি বাক্সের মধ্যে ভরে বন্দী করে রাখে তারা।
×