ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গুপ্তহত্যাকারীদের ব্যাপারে সতর্ক থাকুন ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৭, ১৯ জুন ২০১৬

গুপ্তহত্যাকারীদের ব্যাপারে সতর্ক থাকুন ॥ সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গুপ্তহত্যাকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি বলেন, স্বাধীনতাবিরোধী চক্র আগে মানুষের রগ কাটত। এখন তারা গলা কাটতে শুরু করেছে। তারা লেখক, শিক্ষক, চিকিৎসক, মুয়াজ্জিন, পুরোহিত, ব্লগারসহ মুক্তমনা সকল ধর্মের মানুষকে হত্যা করছে, এমনকি চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকেও তারা খুন করেছে। শনিবার দুপুরে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট বাজারে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যারা গুপ্তহত্যা চালাচ্ছে তাদের মতলব ইসলাম নয়, এদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করা। সংগলশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, ঠিকাদার মাহবুব উল আলম প্রমুখ। আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ বাড়ছে তরুণদের স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশ্বে আত্মনির্ভরশীল হওয়ার গতি অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার। শনিবার চট্টগ্রাম সরকারী টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) তিন দিনব্যাপী (মাস্টার ট্রেনার) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্যজানালা কর্মসূচী ও তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২ প্রশিক্ষক প্রশিক্ষণে (মাস্টার ট্রেনার) অংশ নেন। প্রাইম ভার্সিটিতে নবীনবরণ ১৮ জুন প্রাইম ইউনিভার্সিটির ‘সামার সেমিস্টার-২০১৬’ এর নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আবদুস সোবহান। প্রধান অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, সেক্রেটারি জেনারেল ও উপ-উপাচার্য প্রফেসর ড. এম. আবুল হোসেন শিকদার, সদস্য মীর শাহাবুদ্দিন এবং মামুন সোবহান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এএসএ নূর, উপস্থিত ছিল। -বিজ্ঞপ্তি।
×