ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভারতে গমের ২৫ শতাংশ আমদানি শুল্ক বহাল

প্রকাশিত: ০৩:৫৫, ১৯ জুন ২০১৬

ভারতে গমের ২৫ শতাংশ আমদানি শুল্ক বহাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ মূল্যবৃদ্ধিতে রাশ টানতে চিনির ওপর ২০ শতাংশ রফতানি শুল্ক বসিয়েছে ভারত। কারণ চিনির দর ইতোমধ্যেই কেজিতে ৪০ টাকা ছাড়িয়েছে। অন্যদিকে চাষীদের স্বস্তি দিতে গম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল রাখার সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান। কারণ ইতোমধ্যেই গম উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে সরকারি গুদামে গমের মজুত ভান্ডার ৪ কোটি টন ছাড়িয়েছে, যা নির্ধারিত সরকারি সীমার (১ জুলাই পর্যন্ত) চেয়ে অন্তত ১.২ কোটি টন বেশি। গমের ওপর এই আমদানি শুল্কের মেয়াদ তিন মাসের জন্য বাড়ানো হয় মার্চেই। সে হিসেবে ৩০ জুনের পরে ওই শুল্ক উঠে যাওয়ার কথা ছিল। কিন্তু গম ও আটা-ময়দার চড়া দাম কিছুটা কমিয়ে আনতে ২৫ শতাংশ আমদানি শুল্ক বাতিল করা নিয়ে কথাবার্তা শুরু করেছিল খাদ্য ও অর্থ মন্ত্রণালয়। তবে কৃষি মন্ত্রণালয়ের আগাম হিসাব অনুসারে গমের উৎপাদন ২০১৫-’১৬ চাষের মৌসুমে (জুলাই থেকে জুন) বেড়ে দাঁড়াবে ৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টন। আগের বারের উৎপাদন ৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টন। এই বাড়তি উৎপাদনের ভরসাতেই আমদানি শুল্ক বহাল রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। কারণ হিসেবে সরকারী সূত্রে জানানো হয়েছে, বিশেষ করে দক্ষিণ ভারতের কিছু রাজ্যের পক্ষে অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে গম আমদানি করতে খরচ কম পড়ে। বরং উত্তর ও মধ্য ভারত থেকে গম পরিবহণের খরচ তাদের পক্ষে বেশি। তাই পিৎজা-পাস্তা তৈরির জন্য প্রোটিন সমৃদ্ধ ময়দা উৎপাদনে অনেক মিলই আমদানি করা গম ব্যবহার করে। কিন্তু তাতে দেশের চাষিরা মার খেতে পারেন, এই আশঙ্কাতেই আমদানি শুল্ক বহাল রাখল কেন্দ্র। ভারতের বাজারে হোন্ডা আমাজি বিক্রি ২ লাখ ছাড়িয়েছে ভারতের বাজারে ২০১৩ সালের এপ্রিলে যাত্রার পর এ পর্যন্ত সেখানে ২ লাখেরও বেশি ‘কম্প্যাক্ট সেডান আমাজি’ বিক্রি করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হোন্ডা গাড়ির ভারতীয় জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট, বিপণন ও বিক্রি জনেনশ্বর সেন বলেন, তিন বছরের ব্যবধানে ভারতে ২ লাখেরও বেশি ‘আমাজি’ বিক্রি হয়েছে। গাড়িটির সার্ভিস ভালো থাকায় তা সম্ভব হয়েছে। দেশটির ছোট-বড় উভয় শহরে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। চলতি বছরের মার্চে ভারতে কম্প্যাক্ট সেডানের এই গাড়িটির নতুন ভার্সন চালু হয়েছে। এতে বেশকিছু নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে। এই মডেলের গাড়িগুলোর মূল্য ৫.৪১-৮.৩১ লাখ রুপির মধ্যে। -অর্থনৈতিক রিপোর্টার
×