ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইটিএফ ফান্ডের চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত: ০৩:৫২, ১৯ জুন ২০১৬

ইটিএফ ফান্ডের চূড়ান্ত অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডকে (ইটিএফ) কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম হিসেবে চালু করতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য ইটিএফ রুলস, ২০১৬ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে সংস্থাটি। শিগগির এটি গেজেট আকারে প্রকাশিত হবে। বৃহস্পতিবার কমিশনের ৫৭৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়। এর আগে কমিশনের ৫৭৪তম সভায় কিছু সংশোধনীসহ খসড়া অনুমোদন দেয়া হয়েছিল। কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমের আওতায় ইটিএফ বে-মেয়াদি হিসেবে গঠিত হলেও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। ফান্ডে ন্যূনতম আকার হবে ৫০ কোটি টাকা। তবে অথরাইজড পার্টিসিপেন্টসের মাধ্যমে ক্রিয়েশন ও রিডেম্পশন দ্বারা ফান্ডের আকার পরিবর্তন সম্ভব হবে। যেহেতু ফান্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে সেহেতু ফান্ডের এনএভি ও বাজারের মধ্যে ব্যবধান তৈরি হলে অথরাইজড পার্টিসিপেন্ট গণ আর্বিট্রেজ ফাঙ্কশন পালন করবে। এছাড়া এই ফান্ডের ক্ষেত্রে স্টক ব্রোকার/ স্টক ডিলার; যারা অথরাইজড পার্টিসিপেন্টস হিসেবে কাজ করবেন। তারা মার্কেট মেকারের ভূমিকাও পালন করবেন। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মূলত ইনডেক্সভিত্তিক ফান্ড। যা জেনারেল ইনডেক্স অথবা ইসলামিক ইনডেক্স বেসড হতে পারে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমেই মূলত ফান্ড গঠিত হবে। তবে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সম্পূর্ণ ফান্ড গঠিত না হলে কমিশনের অনুমোদনক্রমে পাবলিক অফারের মাধ্যমেও সাধারণ বিনিয়োগকারীরা অংশগ্রহণ করতে পারবেন। গত সপ্তাহে দর হারিয়েছে ১২ খাত সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) হারিয়েছে ১২ খাত। অন্যদিকে দর বেড়েছে বাকী ৮ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সিরামিক খাতে ৮৮ শতাংশ দর বেড়েছে। প্রকৌশল খাতে ১ দশমিক ১১ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৭০ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৯৩ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৭১ শতাংশ, পেপার এ্যান্ড প্রিন্টিং খাতে ১ দশমিক ১৭ শতাংশ ও ট্যানারি খাতে দশমিক ৪০ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে বাকি ১২ খাতে। এর মধ্যে ব্যাংক খাতে দশমিক ৫৫ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ২৫ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতে দশমিক ৪৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুত খাতে ১ দশমিক ৪৮ শতাংশ, সাধারণ বিমা খাতে ১ দশমিক ৮৬ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৩৩ শতাংশ, আইটি খাতে দশমিক ৩৯, এনবিএফআই খাতে দশমিক ৯২ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার লঙ্কা বাংলা ফার্স্ট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন বে-মেয়াদী লঙ্কা বাংলা ফার্স্ট ব্যালেন্স ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির ৫৭৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে জানা গেছে, মিউচুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে লঙ্কা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি হিসেবে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং কাস্টিডিয়ান হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×