ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের খুঁটি ভেঙ্গে প্রাণহানির আশঙ্কা

প্রকাশিত: ০৫:৩২, ১৮ জুন ২০১৬

বিদ্যুতের খুঁটি ভেঙ্গে প্রাণহানির আশঙ্কা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিদ্যুতের খুঁটির মাথার অংশটি ভেঙ্গে ঝুঁলে আছে। তারের ভারে ভারাক্রান্ত খুঁটিটি। যে কোন মুহূর্তে খুঁটিটি ভেঙ্গে জীবনহানির আশঙ্কা করছে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটিবাসী। বৃহস্পতিবার এলাকাবাসী অভিযোগ করে জানায় বিদ্যুত বিভাগকে কয়েক দফা জানানো হলেও খুঁটিটি অপসারণ করে নতুন খুঁটি স্থাপন করা হয়নি। এলাকাবাসী জানান এক মাস আগে চিলাহাটিতে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ওই ঝড়ে বাড়িঘর, গাছপালা, বিদ্যুতের খুঁটিসহ অনেক স্থাপনা ভেঙ্গে যায়। চিলাহাটি বাজারের উত্তর সড়ক, তফসিল অফিস সংলগ্ন পিডিবি বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের বিদ্যুত লাইনের খুঁটিটি ওই ঝড়ে মাথার অংশটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুঁলে রয়েছে। খুঁটি সংলগ্ন অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও চলাচলের রাস্তা রয়েছে। এ অবস্থায় খুঁটিটির মাধ্যমে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুত সরবরাহ চালু রেখেছে বিদ্যুত বিভাগ। ডোমার উপজেলা বিদ্যুত বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী আব্দুল মতিন বলেন খুঁটির জন্য রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী দফতরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
×