ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কোপার ব্যর্থতায় বরখাস্ত ব্রাজিল কোচ দুঙ্গা

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ জুন ২০১৬

কোপার ব্যর্থতায় বরখাস্ত ব্রাজিল কোচ দুঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ব্রাজিল। টুর্নামেন্টের শতবার্ষিকী এই আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের ব্যর্থতায় কোচ কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করেছে ব্রাজিল। মঙ্গলবার এক বিবৃতিতে দুঙ্গাসহ জাতীয় দলের পুরো কোচিং টিমকেই অপসারণের বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দুঙ্গার সঙ্গে সিবিএফ কর্মকর্তাদের আলোচনার পরেই এ বিষয়ে বিবৃতি দেয় ফেডারেশন। কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ব্রাজিল। যদিওবা পেরুর বিপক্ষে সেই গোলটি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। কিন্তু রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েই গ্রুপ পর্ব থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় অনেকেই ভাল চোখে দেখেনি। মূলত প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করাটাই ব্রাজিলের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দেয়। যদিও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে টুর্নামেন্টে ফিরেছিল সেলেসাওরা। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানদের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। আর সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই দুঙ্গাকে দলের দায়িত্ব অর্পন করা হয়েছিল। গত দুই বছরে নিজেদের কিছুটা গুছিয়ে উঠলেও কোপায় ভরাডুবি ঘটল তাদের। তিন দশকের মধ্যে প্রথমবারের মতো লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় ব্রাজিলের ফুটবলকে আবারও অনিশ্চয়তায় ফেলে দিল। ব্রাজিলিয়ান গণমাধ্যম ধারণা করছে সাওপাওলোর ক্লাব কোরিন্থিয়ান্সের কোচ টাইটকেই দুঙ্গার স্থলাভিষিক্ত করা হবে। ৫৫ বছর বয়সী এই কোচের অধীনে কোরিন্থিয়ান্স আঞ্চলিক কোপা লিবারতেদোরসে দুইবার ও ২০১২ সালে ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতে। এর পরের বছরই কোরিন্থিয়ান্স কোপা সুদামেরিকানার শিরোপা ঘরে তোলে। যদিও এখন পর্যন্ত দুঙ্গার উত্তরসূরির নাম ঘোষণা করেনি সিবিএফ। আগে থেকেই অবশ্য ধারণা করা হচ্ছিল দুঙ্গাকে পদ থেকে সড়ে যেতে হবে। কিন্তু কোপার ব্যর্থতার পরে দুঙ্গা বলেছিলেন, বরখাস্তের বিষয়টি নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। শুধু তাই নয়, রবিবারের ম্যাচের পর সংবাদ সম্মেলনে কার্লোস দুঙ্গা বলেছিলেন, আমি শুধু মৃত্যুকেই ভয় পাই, চাকরিকে নয়। কিন্তু তার এই বক্তব্যের ২৪ ঘণ্টা পার হতে না হতেই বরখাস্ত হলেন তিনি। বিশ্বকাপের হতাশাজনক পরিস্থিতিতে দুঙ্গা পাঁচবারের চ্যাম্পিয়নদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আগস্টে ঘরের মাটিতে অলিম্পিক শুরুর আগেই দুঙ্গাকে কোচের পদ ছাড়তে হলো। রিও ডি জেনিরোর গ্রীষ্মকালীন গেমসে ব্রাজিল ফুটবলে প্রথম স্বর্ণ জয়ের মিশনে মাঠে নামবে। ৫২ বছর বয়সী দুঙ্গা খেলোয়াড় হিসেবে দুইবার কোপা আমেরিকা জিতেছেন। ১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এর আগে ২০০৬-১০ সাল পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ সালে বিশ্বকাপে ব্যর্থতার পরে লুইজ ফিলিপ সোলারির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০০৭ সালে তার অধীনে ব্রাজিল কোপা আমেরিকা, ২০০৯ সালে কনফেডারেশন কাপের শিরোপা ও ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জপদক জয় করে। কিন্তু দ্বিতীয় মেয়াদে দুঙ্গার কার্যকালটা খুব একটা সুখকর হলো না। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্বেও এ পর্যন্ত ব্রাজিল খুব একটা সুবিধা করতে পারেনি। বর্তমানে তারা আঞ্চলিক গ্রুপ পর্যায়ে ষষ্ঠ স্থানে রয়েছে। বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শৈল্পিক ফুটবল খেলার নজির ছিল দেশটির। কিন্তু বর্তমানে যেন সেই শিল্প আর দেখা মিলছে না পেলের দেশটির। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। সেবার জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। রাশিয়া বিশ্বকাপের আগে ব্রাজিলের ফুটবল এখন কঠিন সময় পার করছে। আবারও ঘুরে দাঁড়াতে পারবে কিনা তাও নিয়ে সংশয় প্রকাশ করছেন ফুটবলবোদ্ধারা।
×