ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তিনটি বেসরকারী মেডিক্যাল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৮:১১, ১৩ জুন ২০১৬

তিনটি বেসরকারী মেডিক্যাল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ মেডিক্যাল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় দেশের তিনটি বেসরকারী মেডিক্যাল কলেজের কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কলেজগুলো হচ্ছে রংপুরের নর্দার্ন মেডিক্যাল কলেজ, গাজীপুরের সিটি মেডিক্যাল কলেজ, আশুলিয়ার নাইটিংগেল মেডিক্যাল কলেজ। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্যান্য বেসরকারী কলেজে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেয়া হবে। রবিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারী মেডিক্যাল কলেজ নীতিমালাসংক্রান্ত সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ নির্দেশ দেন। সভায় অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হক, বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাসহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের ডিনগণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×