ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

প্রকাশিত: ০৬:৪৫, ১২ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে দুই, নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে একজন করে পাঁচজন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নরসিংদী ॥ ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রুহুল আমিন (৫০), ছিদ্দিক মিয়া (৬০) নিহত ও সিএনজিচালক রুহুল আমিন (৪০) আহত হয়েছেন। নরসিংদী-গাজীপুর সড়কের নবগঠিত মাধবদী থানার ভাটপাড়ায় সকাল ৯টায় এ হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, পাঁচদোনা থেকে ঘোড়াশালগামী অটোরিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক মিয়ার বাড়ি ভৈরবে এবং রুহুল আমিনের বাড়ি নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে। তিনি ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলের হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন। নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার মুসলিমনগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায় খাদিজা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত খাদিজা মুসলিমনগর এলাকার অরেজ আলীর মেয়ে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টায় মুসলিমনগর কবরস্থান সড়কের মুসলিমনগর এলাকায়। জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সা চাপায় ঘটনাস্থলেই শিশু খাদিজা নিহত হয়। কুড়িগ্রাম ॥ ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় হৃদয় বাবু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে তার পিতা মাজম আলী (৪৫)। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত মাজম আলীকে প্রথমে ভুরুঙ্গামারী হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, শনিবার সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারী ভাতী গ্রামের ভ্যানচালক মাজম আলী তার পুত্র হৃদয় বাবুকে ভ্যানে করে পার্শ্ববর্তী বাজারে যাচ্ছিলেন। এ সময় শহীদ লে. সামাদ টেকনিক্যাল কলেজ মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুত্র হৃদয় বাবুর মৃত্যু হয়। গুরুতর আহত হয় পিতা মাজম আলী। সিরাজগঞ্জ ॥ শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় জহির শেখ (৫৫) নামে একজন নিহত ও অটোভ্যান চালকসহ ৪ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী হানিফ পরিবহনের একটি বাস চান্দাইকোনা বাজারগামী একটি যাত্রীবোঝাই অটোভ্যান চাপা দিলে উপজেলার দাথিয়াদিগড় এলাকায় ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
×