ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যশোরের বটগাছ রাতে কেটে নিল পুলিশ

প্রকাশিত: ০৪:২১, ১০ জুন ২০১৬

যশোরের বটগাছ রাতে কেটে নিল পুলিশ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ঐতিহ্যবাহী বটতলার বটগাছটি কেটে নিয়েছে পুলিশ। বুধবার গভীর রাতে চুপিসারে এ গাছটি কেটে নেয়া হয়। ঘটা করে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপনের মাত্র তিনদিন পর ঐতিহ্যবাহী গাছ কেটে নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যশোর শহরের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও পরিবেশবাদীরা। তাদের দাবি, পুলিশ আইন লঙ্ঘন করে একটি ঐতিহ্যকে হত্যা করেছে। স্থানীয়রা জানান, শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে ঘোপ এলাকার প্রবেশ মুখের নামটিই ‘বটতলা’। স্বাধীনতার আগে থেকেই এখানে সুবিশাল দুটি বটবৃক্ষ ছিল। ’৭১-এ মুক্তিযুদ্ধের সময় পাক আর্মি এই গাছ কেটে ফেলে। যুদ্ধ জয়ের পর এখানে আবারও বটগাছ লাগানো হয়। সেই ঐতিহ্যবাহী বটগাছটি রাতের আঁধারে কেটে ফেলল পুলিশ। শহরের ঘোপের বাসিন্দা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সহসভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম বটগাছটি কেটে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পুলিশ একটি ঐতিহ্যকে হত্যা করেছে। এই গাছটির সাথে ঘোপবাসী, যশোরবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। ’৭১-এ পাক আর্মি এই গাছ কেটে ফেলেছিল। স্বাধীনতার এত বছর পরে এসে সেই বটতলার গাছ কাটল পুলিশ। তিনি উল্লেখ করেন, গাছের মালিক যেই হোক, বন বিভাগের অনুমতি ছাড়া আইন লঙ্ঘন করে এভাবে কেউ গাছ কাটতে পারে না।
×