ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ধূমপানে জেল ও জরিমানা

প্রকাশিত: ০৩:৫৮, ৯ জুন ২০১৬

মালয়েশিয়ায় ধূমপানে জেল ও জরিমানা

ডান্ডা মেরে নয় ডেন্ডা দিয়ে ধূমপায়ীদের ঠাণ্ডা করে রেখেছে মালয়েশিয়া। মালয় ভাষায় এই ‘ডেন্ডা’ শব্দটির অর্থ শাস্তি। পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি হিসেবে ১০ হাজার রিঙ্গিত জরিমানার বিধান রাখা হয়েছে মালয়েশীয় স্বাস্থ্য আইনে। বাংলাদেশী টাকায় যা প্রায় ২ লাখ টাকার সমান। ওই টাকা দিতে না পারলে নির্ঘাত জেলের ঘানি টানতে হবে ২ বছর। কপাল আরও খারাপ হলে একই সঙ্গে হতে পারে জেল-জরিমানা। তার মানে ২ লাখ টাকা জরিমানা দিয়েও ২ বছর কাটাতে হবে কারাগারে। খবর ওয়েবসাইটের। ধূমপানকে নিরুৎসাহিত করতে মালয়েশীয় সরকারের এমন অহিংস নীতি অবশ্য কাজেও দিয়েছে। প্রতিদিনই আইন ভঙ্গের দায়ে কাউকে না কাউকে কারাগারে ঢোকানো হচ্ছে। এর পাশাপাশি শাস্তির বিধানটা জনসাধারণের চোখের সামনে ঝুলিয়ে রাখার ব্যবস্থাও করা হচ্ছে। তবে অবস্থান ভেদে এই শাস্তির বিধান একেক স্থানে একেক রকম। কুয়ালালামপুর ও এর আশপাশের এলাকা ঘুরে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা বা ২ বছর জেলের ঘোষণা সংবলিত সাইনবোর্ড পাওয়া গেল বেশ কিছু স্থানে। পুত্রাজায়া সেন্ট্রালে ট্রেনের জন্য অপেক্ষার সময়ে কেউ টার্মিনালের এক পাশে গিয়ে ধূমপানের উদ্যোগ নিলেই চোখে পড়বে ধূমপান নিষিদ্ধ করা সাইনবোর্ড। কোথাও কেউ নেই দেখে নিশ্চিন্ত হওয়ারও জো নেই। লুকোনো সিসি ক্যামেরায় ঠিকই ধরা পড়ে যাবে আইন অমান্য করার জারিজুরি। টার্মিনালের কিনারা ছুঁয়ে দাঁড়িয়ে থাকা সাদা সাইনবোর্ডটির শীর্ষভাগে লালের ভেতরে রিভার্স করে লেখা ‘দিলারাং মেরোকক’। এই মালয় শব্দ দুটির বাংলা অর্থ ধূমপান নিষিদ্ধ। এর নিচে সাইনবোর্ডের জমিন জুড়ে সিগারেটের প্রতীকী ছবি লাল কালির ক্রস রেখায় নিষিদ্ধ করা। তারও নিচে কালো কালিতে শাস্তির বিধান। টার্মিনাল বারসিপাডু সেলানটান (টিবিএস) থেকে বুকিত জলিলগামী লাইট র‌্যাপিড ট্রানজিট (এলআরটি) ট্রেনে দুই বগির সংযোগ স্থলে দরজার ওপরের একপাশেও দেখা গেলো, ১০ হাজার রিঙ্গিত জরিমানা বা ২ বছর জেলের সতর্কবাণী। কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে কমিউটার ট্রেনে এসে বাতু কেভ স্টেশনে নামতেই চোখে পড়বে ১০ হাজারেরই নিষেধাজ্ঞা। তবে স্থানভেদে এই জরিমানা ২০০ রিঙ্গিত থেকে ১০ হাজার রিঙ্গিতের মধ্যে ওঠানামা করে। এই যেমন, মালয়ান অ্যালাইড হেলথ সায়েন্স একাডেমি (মাহসা) ক্যাম্পাসে ধূমপানের শাস্তি হিসেবে ২০০ রিঙ্গিত জরিমানার বিধান রাখা হয়েছে। পাশেই ইউনিভার্সিটি অব মালয় ক্যাম্পাসে এই শাস্তি ৫০০ রিঙ্গিত।
×