ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমজান উপলক্ষে ওয়ালটনের নতুন ৭ মডেলের ফ্রিজ

প্রকাশিত: ০৭:০৬, ৮ জুন ২০১৬

রমজান উপলক্ষে ওয়ালটনের নতুন ৭ মডেলের ফ্রিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রমজান এবং ঈদ উপলক্ষে নতুন ৭ মডেলের রেফ্রিজারেটর, ফ্রিজ ও ফ্রিজার বাজারে নিয়ে আসছে ওয়ালটন। এ সময়ে গ্রাহকদের বাড়তি চাহিদা পূরণে এরই মধ্যে পণ্যের মজুত ও উৎপাদন বাড়ানো হয়েছে। সবমিলিয়ে গত বছরের তুলনায় এবার রোজার মাসে ৪০ শতাংশ বেশি পণ্য বিক্রির টার্গেট নিয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটি জানায়, প্রতিবছর রোজা এবং ঈদের সময়টাতে ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম এ্যাপ্লায়েন্সেস বিক্রি অনেক বেড়ে যায়। এজন্য এবার পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে নিজস্ব কারখানায় উৎপাদন বাড়ানো হয়েছে। নতুন ৭ মডেলের ফ্রিজগুলো হচ্ছে ৩২৩ লিটার, ৩৪৮, ৩৮৬, ৩৯৬, ৪৩০, ৫১২, ৫২৬ ও ৫৮৫ লিটার ধারণ ক্ষমতার। এগুলোতে থাকছে সর্বাধুনিক ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। এর ফলে ফ্রিজের বিদ্যুত খরচ কমেছে বহুলাংশে। কম্প্রেসার হয়েছে দীর্ঘস্থায়ী। ইনভার্টার প্রযুক্তির ফ্রিজের ক্ষেত্রে কম্প্রেসারে ১০ বছরের গ্যারান্টি দেয়া হচ্ছে। এ ছাড়া রয়েছে ন্যানো হেল্থকেয়ার টেকনোলোজি, যা খাবারকে সতেজ ও এর প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণœ রাখে। ইতোমধ্যে, ইনভার্টার প্রযুক্তির বেশ কয়েকটি নো-ফ্রস্ট ফ্রিজ বাজারে ছেড়েছে এই দেশীয় ব্র্যান্ড। এ ছাড়া চলতি বছর আরও ১৮টি মডেলের ফ্রস্ট ও নো-ফ্রস্ট ফ্রিজ বাজারে ছাড়া হবে। এরইমধ্যে ওয়ালটনের তিন দরজা বিশিষ্ট ৫২৬ লিটারের নো-ফ্রস্ট ফ্রিজটি শৌখিন গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রোজা উপলক্ষে ইতোমধ্যে প্রায় দেড় লাখ ফ্রিজের মজুত গড়েছে ওয়ালটন। নিয়মিত গবেষণা ও নতুন নতুন মডেলের পণ্য সরবরাহ, উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চ গুণগতমান, রুচিশীল ডিজাইন ও বৈচিত্র্যময় কালার, সাশ্রয়ী মূল্য, সহজ কিস্তি সুবিধা, আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সেলস ও সার্ভিস নেটওয়ার্ক এবং সর্বোপরি স্থানীয় আবহাওয়া উপযোগী করে দেশেই তৈরি হয় বলে গ্রাহকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে ওয়ালটন ব্র্যান্ড। মুখ থুবড়ে পড়েছে বরগুনায় বিসিক শিল্প নগরী অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারও মুখ থুবড়ে পড়েছে বরগুনায় বিসিক শিল্প নগরী স্থাপনের কাজ। দীর্ঘ ৫ বছর পর সম্প্রতি জমি সংক্রান্ত সমস্যার সমাধান হয়। কিন্তু দক্ষ ঠিকাদারের অভাবে বাতিল করা হয়েছে বিসিক শিল্প নগরী স্থাপনের জন্য আহ্বান করা টেন্ডার। এতে আবারও হতাশ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান মালিক ও উদ্যোক্তারা। তবে সমস্যা সমাধানে দ্রুত টেন্ডার আহ্বানের কথা জানালেন প্রকল্প পরিচালক। সমুদ্র ও নদী বেষ্টিত দেশের দক্ষিণের জেলা বরগুনায় এখনও গড়ে উঠেনি বড় মাপের শিল্প কারখানা। জেলে পেশার বাইরে কর্মসংস্থানের খোঁজে অধিকাংশ মানুষকেই ছুটতে হয় রাজধানীর দিকে।
×