ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশিত: ০৪:২৪, ৭ জুন ২০১৬

কিশোরগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ জুন ॥ কিশোরগঞ্জে দরিদ্র টমটম চালকের অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে আল আমিন বাড়ি থেকে বেরিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় ডায়রি করেছেন। সদর উপজেলার যশোদল কালিকাবাড়ি এলাকার টমটম চালক বকুল মিয়ার একমাত্র ছেলে আল আমিন যশোদল হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়ছে। গত ৩১ মে স্কুল থেকে ফিরে বিকেলে বাড়ি থেকে একটি হাফপ্যান্ট ও গেঞ্জি পরে বেরিয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় বহু খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে ১ জুন সদর থানায় সাধারণ ডায়রি করেছেন। কিš' এখনও ছেলেটির কোন সন্ধান মিলছে না। বকুল মিয়া জানান, আল আমিন তার একমাত্র ছেলে। তার ছোট আরও তিনটি মেয়ে রয়েছে। কিš' ছেলেটি নিখোঁজ হওয়ার পর থেকে তাদের ঠিকমত খাওয়া নেই, ঘুম নেই। কেউ তার ছেলের খোঁজ পেয়ে থাকলে ০১৯১৪১১৪০০৮ নম্বরে ফোন করে জানানোর জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। কালীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নাজমুল ইসলাম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিচারকম-লী তাকে উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেন। মু. নাজমুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস (অনার্স), এমবিএস (ব্যবস্থাপনা) বিষয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তিনি কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ এ প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত কর্মরত আছেন। -বিজ্ঞপ্তি মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৬ জুন ॥ ভোলার চরফ্যাশনে কোস্ট ট্রাস্ট’র সিএলএস প্রকল্প আয়োজনে সাংবাদিকদের দুই দিনব্যাপী পরিবেশ ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে। ভোলা, চরফ্যাশন, তজুমদ্দিন, লালমোহন ও মনপুরা উপজেলার ২৪ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন। পুলিশ ক্যান্টিন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ জুন ॥ সোমবার সকালে পুলিশ লাইন্সে উত্তরবঙ্গের পুলিশ ইউনিটের মধ্যে সর্ববৃহৎ শীতাতপ নিয়ন্ত্রিত পুলিশ হেয়ার ড্রেসার এবং পুলিশ ক্যান্টিন উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মোজাম্মেল হক এর উদ্বোধন করেন। সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের ‘মাসিক কল্যাণ সভার’ শুরুতেই পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যার প্রতিবাদে এবং তার আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোক প্রকাশ করা হয়।
×