ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শূকরের দেহে মানব অঙ্গ জন্মানোর চেষ্টা বিজ্ঞানীদের

প্রকাশিত: ০৩:৫৮, ৭ জুন ২০১৬

শূকরের দেহে মানব অঙ্গ জন্মানোর চেষ্টা বিজ্ঞানীদের

মার্কিন বিজ্ঞানীরা শূকরের দেহের অভ্যন্তরে মানব অঙ্গ-প্রত্যঙ্গ জন্মানোর চেষ্টা করছেন। শূকরের ভ্রুণের মধ্যে মানুষের স্টেমসেল ঢুকিয়ে দিয়ে শূকর-মানব সঙ্কর ভ্রুণ উৎপাদনের উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। মানুষের অঙ্গ প্রতিস্থাপনে প্রয়োজনীয় অঙ্গের ঘাটতি মেটানো তাদের এই গবেষণার লক্ষ্য। খবর বিবিসি অনলাইনের। মানব কোষ থেকে তৈরি হওয়া অঙ্গটি ছাড়া শূকরের বাকি অঙ্গগুলো স্বাভাবিক আচরণ করবে। শূকরের গর্ভ ধারণ প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে মানব স্টেমসেলটিও প্রক্রিয়াজাত হবে, তাই এটি শূকরের স্বাভাবিক অবস্থাকে প্রভাবিত করবে না বলে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা আশা প্রকাশ করেছেন। গর্ভ ধারণের সময় পূর্ণ হওয়ার ২৮ দিন আগে এটি শূকরের গর্ভ থেকে বের করে আনা হবে। সঙ্কর ভ্রুণ উৎপাদনের দুটি পর্যায়ে রয়েছে। প্রথম পর্যায়ে সিআরআইএসপিআর নামে পরিচিত। এই পদ্ধতিতে সদ্য নিষিক্ত হওয়া শূকরের ভ্রুণ থেকে ডিএনএ সরিয়ে ফেলা হয়। দ্বিতীয় পর্যায়ে এতে মানব স্টেমসেল যা ইনডিউসড প্লুরিপটেন্ট স্টেমসেল (আইপিএস) নামে পরিচিত ওই ভ্রুণের মধ্যে প্রবিষ্ট করানো হয়। তুরস্কে বাস খালে নিহত ১৪ তুরস্কের দক্ষিণাঞ্চলে রবিবার স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি খালে পড়ে যায়। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। বাসটি শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফর থেকে ফিরে আসছিল। বার্তা সংস্থা দোগান জানায়, বাসটি শিক্ষার্থীদের সুপরিচিত প্রতœতাত্ত্বিক স্থান কারাতেপে থেকে ফিরে আসছিল। এ সময় বাসটি ছিটকে খালে পড়ে যায়। -এএফপি এশিয়ান-আমেরিকান ছাত্ররা বৈষম্যের শিকার সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্রের সেরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এশিয়ান-আমেরিকানদের সঙ্গে বিমাতাসুলভ আচরণের অভিযোগ করা হয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে। এশিয়ান-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে যুক্তরাষ্ট্রের শতাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘এশিয়ান-আমেরিকান কোয়ালিশন ফর এডুকেশন’ সোমবার এই অভিযোগ করে।
×