ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কর্মজীবী মহিলা হোস্টেলের সিট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৫, ৪ জুন ২০১৬

কর্মজীবী মহিলা হোস্টেলের সিট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেলের সিট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নিউমার্কেট-কাঁটাবন সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা প্রায় সাতটা পর্যন্ত অবরোধের ঘটনা ঘটে। পরে মহিলা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদের দাবি, সমাজসেবা অধিদফতর হোস্টেলের সিট ভাড়া দ্বিগুণ করেছে। সে হিসেবে এক সিটের ভাড়া দেড় হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা আর ডাবল সিটে ১১শ’ টাকার জায়গায় ২১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। পুলিশ জানায়, নারীরা রাস্তায় বসে হোস্টেল সুপারের পদত্যাগ দাবি করেন। পরে তাদের রাস্তা থেকে তুলে দেয়া হয়।
×