ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহকর্মীর আত্মহত্যা, গৃহকর্তা আটক

প্রকাশিত: ০৫:২৪, ৪ জুন ২০১৬

রাজধানীতে গৃহকর্মীর আত্মহত্যা, গৃহকর্তা আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় ঝর্ণা আক্তার (১৬) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে। পুলিশ এ ঘটনায় নিহতের গৃহকর্তা নেছার উদ্দিনকে আটক করেছে। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বাবুরঘাট গ্রামে। সে উত্তরা পশ্চিম থানাধীন ৬ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ২৭ নম্বর বাসার চতুর্থ তলায় গুহকর্মী হিসেবে কাজ করতেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ৬ নম্বর সেক্টরের ওই বাড়ি থেকে ঝর্ণাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন বাড়ির গৃহকর্তা নেছার উদ্দিন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, গৃহকর্মী ঝর্ণার মৃত্যুর ঘটনা যথেষ্ট সন্দেহ থাকায় ওই বাড়ির গৃহকর্তা নেছার উদ্দিনকে আটক করা হয়। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের গলায় কালো দাগ রয়েছে। সন্দেহ হওয়ায় ঝর্ণার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এদিকে আটককৃত নেছার উদ্দিন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরে ঝর্ণা তার বাড়িতে ঝিয়ের কাজ করত। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে সবার অজান্তে বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝর্ণা আত্মহত্যার চেষ্টা করেন। পরে সেখান থেকে নামিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিক্যালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে ঢামেক হাসপাতালে আনা হলে ডাক্তার ঝর্ণাকে মৃত ঘোষণা করেন।
×