ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দনিয়া সাংস্কৃতিক জোটের সম্মেলনে ‘শিকারী’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৩:৫২, ৩১ মে ২০১৬

দনিয়া সাংস্কৃতিক জোটের সম্মেলনে ‘শিকারী’ নাটকের মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ দনিয়া সাংস্কৃতিক জোটের সম্মেলনে মঞ্চস্থ হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের আলোচিত পথনাটক ‘শিকারী’। বাংলাদেশ পথনাটক পরিষদের অনবদ্য প্রযোজনা ‘শিকারী’ নাটকটি রচনা করেছেন মান্নান হীরা। নিদের্শনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। নাট্যকর্মী তনু হত্যাসহ সাম্প্রতিক সময়ের অপরাপর কয়েকটি ঘটনা অবলম্বনে রচিত নাটকটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। গত ৩০ এপ্রিল চারুকলার বকুলতলায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ইতোমধ্যে নাটকটির বেশ কয়েটি মঞ্চায়ন হয়েছে। দেশের প্রথমন সারির বেশ কয়েকটি নাট্যদলের কর্মীরা নাটকে অভিনয় করেছেন। এতে অভিনয় করছেন, মিতালী দাস, মাহমুদা খান লিটা, আনিকা চৌধুরী প্রিয়ন্তি, সঙ্গীতা চৌধুরী, জিন্নাত আক্তার জুঁই, ঋতু চৌধুরী, শোভন দাস, ফুয়াদ বিন ইদ্রিস, রবিন বসাক, মাসুক সিদ্দিক, শরীফ হাসান চৌধুরী সউদ, মোঃ কামাল হোসেন, মোঃ শাহজাদা সম্রাট, ফয়সাল আহমেদ, এস এম আসাদুজ্জামান আসাদ প্রমুখ। নাটকটিতে সহকারী নির্দেশক সাঈদ রিংলং এবং সামিউন জাহান দোলা। পোশাক পরিকল্পনা মাসুক সিদ্দিক ও মাহমুদা খান লিটা। কোরিওগ্রাফি সামিউন জাহান দোলা। আবহ সঙ্গীত পরিকল্পনা সৌজন্য অধিকারী ও ওয়াহিদ আনসার হিল্লোল। সঙ্গীত সহযোগীতায় ছিলেন সঙ্গীতা চৌধুরী, মিতালী দাস, লোকমান হোসেন, গোপী দেবনাথ। মুখোশ ডিজাইন ও সরবরাহ রবিন বসাক ও আনিকা চৌধুরী প্রিয়ন্তি। ব্যবস্থাপনায় আবু ইসলাম মুহাম্মদ ইতিহাস, লোকমান হোসেন, আল মামুস খান এমিল, মোঃ আকাশ ও প্রশান্ত মোদক। এদিকে দনিয়া সাংস্কৃতিক জোটের সম্মেলন উপলক্ষে ওইদিন সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ঢাকা-৫ আসনের সদস্য হাবিবুর রহমান মোল্লা। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি নাট্যজন লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কামউল্লাহ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদক (অর্থ) মীর জাহিদ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন কমিটির আহ্বায়ক মহসীন হোসেন, সদস্য সচিব ইকবাল হাফিজ। সম্মেলনে সভাপতিত্ব করবেন মোঃ শাহনেওয়াজ। বেলা ১২ টায় শুরু হবে কাউন্সিল অধিবেশন। পাশাপাশি প্রাঙ্গণে সাংস্কৃতিক জোটের ৩৫টি সংগঠনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
×