ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

স্যান্ডারসের সঙ্গে বিতর্ক করবেন না ট্রাম্প

প্রকাশিত: ০৪:১৭, ২৯ মে ২০১৬

স্যান্ডারসের সঙ্গে বিতর্ক করবেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডোরর্সের সঙ্গে বিতর্কে অংশ নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। খবর বিবিসির। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির জানিয়েছে, হিলারি ক্লিনটনের মনোনয়ন প্রায় নিশ্চিত হতে যাওয়ায় দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তির সঙ্গে বিতর্কে অংশ নেয়া হবে ‘অযৌক্তিক’। স্যান্ডারসের প্রচার শিবির জানিয়েছিল, তারা রিপাবলিকান মনোনয়ন নিশ্চিতকারী ধনকুবের ব্যবসায়ী ট্রাম্পের সঙ্গে বিতর্ক করতে আগ্রহী। ট্রাম্পের প্রচার শিবির এক বিবৃবিতে জানিয়েছে, আমি (ট্রাম্প) ডেমোক্রেটিক দলের প্রথম স্থানধারীর সঙ্গে বিতর্ক করার অপেক্ষায় থাকব, সম্ভবত সেই ব্যক্তি হবেন হিলারি ক্লিনটন অথবা অন্য কেউ। স্যান্ডারস শুক্রবার প্রচারের সময় সাংবাদিকদের বলেন, তিনি আশা করেন- ট্রাম্প তার মত পাল্টাবেন। তিনি ট্রাম্পকে ‘তর্জন গর্জনকারী’ অভিহিত করে বলেন, বেশ ভাল কথা ট্রাম্প, আপনি কি ভয় পাচ্ছেন। ট্রাম্প ডেমোক্রেট দলের মনোনয়ন প্রক্রিয়াকে ‘ছলচাতুরি’ আখ্যায়িত করে বলেন, হিলারি ক্লিনটন ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান ডেবোরাহ ওয়াসেরম্যান স্কালজ দুজনে মিলে স্যান্ডারসকে মনোনয়ন পেতে দেবেন না। ফালুজায় আইএস কমান্ডারসহ ৭০ জঙ্গী নিহত ইরাকের ফালুজা শহরে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলায় নগর কমান্ডারসহ ইসলামিক স্টেটের (আইএস) ৭০ জঙ্গী নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ খবর জানিয়েছেন। ফালুজা পুনরুদ্ধারে পাঁচ দিন আগে শুরু হওয়া ইরাকী বাহিনীর অভিযানে সমর্থন দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। -ওয়েবসাইট
×