ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জলঢাকায় সংঘর্ষে আহত ৯

প্রকাশিত: ০৪:১৬, ২৮ মে ২০১৬

জলঢাকায় সংঘর্ষে আহত ৯

স্টাফ রিপোর্টার,নীলফামারী থেকে জানান, জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও দলটির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে ওই ইউনিয়নের খারিজা গোলনা কাজীপাড়া গ্রামে। গুরুতর আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকিদের জলঢাকা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চম দফায় শনিবার ওই ইউনিয়নসহ জলঢাকা উপজেলার ১১ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান অভিযোগ করে বলেন, ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের খারিজা গোলনায় ঘটনার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল আলম কবীর চৌধুরীর সমর্থকরা তার নৌকা প্রতিকের সমর্থকদের চারটি মোটরসাইকেল ছিনতাই করে দুই সমর্থককে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালায়। খবর পেয়ে নৌকার সমর্থকরা তাদের উদ্ধার করতে গেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার পক্ষের ছয়জন আহত হয়। পরে পুলিশ ও বিজিবি এসে তাদের উদ্ধার করে জলঢাকা হাসপাতালে ভর্তি করে। অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল আলম কবীর চৌধুরী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন গভীর রাতে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিল। যা তার সমর্থকরা বাধা দিতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। তিনি বলেন, তার সমর্থনের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×