ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

স্পিলবার্গের নতুন ছবি বি.এফ.জি.

প্রকাশিত: ০৬:৫৮, ২৬ মে ২০১৬

স্পিলবার্গের নতুন ছবি বি.এফ.জি.

স্টিভেন এ্যালেন স্পিলবার্গ নামটিকে বলা যেতে পারে সিনেমায় সমর্থক নাম। পর্দায় দৃষ্টি বন্দী করে কোটি কোটি চোখের নিয়ন্ত্রক তিনি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সিনামাপ্রেমীদের অধ্যবসায়ের নাম স্পিলবার্গ। তার সিনেমা মানে অসাধারণ ভালগল্প, নির্মাণশৈলী, চিত্রনাট্যের সঙ্গে বাস্তবতার কম তফাৎ। তার নির্মাণ ও নির্মিত চলচ্চিত্র সম্পর্কে অনেক গল্প হয়ত পাঠকরা আগে জানবেন । তাকে এবং তার চলচ্চিত্র নিয়ে আগ্রহের শেষ নেই। কোটি কোটি দর্শক মহলে, আকাশচুম্বী-আকাক্সক্ষা সঙ্গে অশেষ কৌতূহল থাকে তাঁর নির্মিত নতুন চলচ্চিত্র নিয়ে। আর শত কোটি আগ্রহের উত্তর দিতে আলোর মাঝে আলো ছড়াতে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতি সব্যসাচীর ভূমিকায়। একাধারে নির্মাতা, প্রযোজক, আবার বিচারক। বোঝাই যায় সিনেমার দুনিয়ায় তার প্রভাব। ১৬ মে ২০১৬ ৬৯তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় স্পিলবার্গের মুভি ‘দ্য বি.এফ.জি’। অসাধারণ এক এ্যাডভাঞ্চার কল্পকাহিনীভিত্তিক গল্প নিয়ে ম্যালিস ম্যাথিসনের রোয়াল্ড ঢালের গল্প অবলম্বনে নির্মিত দ্য বিগ ফ্রেন্ডলি জায়ন্ট, কাল্পিক রসবোধ ও মানবিক আবেদন নিয়ে গল্প। চলচ্চিত্র নির্মাণে সবসময় খুব ভাল গল্প যার আবেদন তা নিজে পড়েছেন, শিশুদের শুনিয়েছেন এবং উপলব্ধি করেছেন। তাদের ভাললাগার আরো কাছাকাছি যেতে কাল্পনিক রূপকে বাস্তব অবয়বে ধারণ করেছেন। যেখানে শুরু হয় ভীষণ উত্তেজনা দিয়ে। লন্ডনের এক অনাথ আশ্রমের এক শিশুকে অপহরণ করে এক জায়ন্ট (‘দৈত্য’)। নিয়ে আসে দৈত্যের নগরীতে। অল্প সময়ের মধ্যে তাদের বন্ধুত্ব, দৈত্য নগরীর অন্য হিংস্র রক্ত পিপাসু দৈত্য থেকে সোফিকে রক্ষা করা এমন সব দুঃসাহসিক অভিযান নিয়ে সোফি আর বন্ধু দৈত্যর গল্প। স্পিলবার্গের জাদু হলো তিনি বাস্তবতা ও সেন্স অব হিউমার সব মিলিয়ে অসম্ভব সুন্দর চিত্রনাট্য নিয়ে এবারের কানকে বিমোহিত করছেন। অবশ্য ৬৯তম কান উৎসবে অন্দ্রেলা আর্নন্ডের ছবি ‘আমেরিকান হানি’ বেশ উজ্জ্বল, পাম দি অর, এর জার্মান ছবি ‘টনি এভরদাসান’, সিয়ান পেনের ‘দ্য লাস্ট ফেস’, আছে কানাডার তরুণ নির্মাতা জাভিয়ের দোলার নতুন ছবি ‘ইটজ অনলি দ্য এ্যান্ড অব দ্য ওয়ার্ল্ড’, ফরাসী বন্ড কন্যা লিয়া সেদুর নীল চোখের মিষ্টি হাসি নিয়ে অন্য রকম সব আকর্ষণ। কাল্পনিক এ্যাডভেঞ্চার জীবনের অনুভূতি রূপ ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে এবারের কান চলচ্চিত্র উৎসব পরিপূর্ণ আলোকিত। কেননা, নিজ নিজ স্বাতন্ত্র্য দ্যূতি ছড়াচ্ছেন এই সময়ের বিশ্ব¦ নন্দিত সব চলচ্চিত্র নির্মাতারা। সঙ্গে লাল কার্পেটে সময়ের বরেণ্য সেলিব্রেটিদের চোখ ধাঁধানো ফ্যাশন সব মিলিয়ে ৬৯তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবপূর্ণ। স্পিলবার্গ যার গল্প বলার ভাষা এবং ভঙ্গিই আলাদা। এবারের উৎসবে শিশুদের কাছাকাছি যেতে তাদের কল্পনার রাজ্যে অনেক রং ছড়িয়ে দিতে অনেক রং নিয়ে তার উপস্থিতি।
×