ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা আবারও পেছাল

প্রকাশিত: ০২:১৬, ২৪ মে ২০১৬

ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা আবারও পেছাল

অনলাইন রিপোর্টার ॥ দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় ২৭ মের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ওই দিনের পরীক্ষা হবে আগামী ১২ জুন। ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে আগে একবার এই পরীক্ষাটির তারিখ পিছিয়ে ২৭ মে করা হয়েছিল। পরীক্ষাসূচি অনুযায়ী এই পরীক্ষা ২২ মে হওয়ার কথা ছিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সূত্রে জানা গেছে, ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম পর্বের ভোটে দিন থাকায় নির্বাচন কমিশনের অনুরোধে এই পরীক্ষাগুলো আরও পেছানো হয়েছে। ভোটের আগের দিন নির্বাচনী মালামাল নেওয়া ও ভোটকেন্দ্র প্রস্তুত করা হয় এজন্যই পরীক্ষা আরো পেছানো হয়েছে বলে জানা গেছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাও পেছাতে পারে বলে আভাস পাওয়া গেছে। ঐ দিন ইউনিয়ন পরিষদ পঞ্চম পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এবং ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ ২৭ মে নির্ধারিত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মাস্টার্স পরীক্ষা রয়েছে ২৮ মে। ইসির উপ-সচিব ফরহাদ আহম্মদ খান জানিয়েছেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয় এবং শিক্ষক-ব্যাংক কর্মকর্তাদের অনেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকেন। সব বিষয় বিবেচনা করে তারিখ পরিবর্তনের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে ইসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মাস্টার্স পরীক্ষার সময় ২৮ মে-এর পরিবর্তে ভিন্ন তারিখ নির্ধারণের জন্য চিঠি গেছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে।
×