ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনাকে শিল্প সমৃদ্ধ করতে আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি

প্রকাশিত: ০৩:৩৪, ৮ মে ২০১৬

খুলনাকে শিল্প সমৃদ্ধ করতে আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন খুলনার উদ্যোগে শনিবার সকালে নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘আসন্ন জাতীয় বাজেট : আকাক্সক্ষা, বাস্তবতা ও খুলনার প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনাকে শিল্প সমৃদ্ধ করতে আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়কারী এ্যাডভোকেট কুদরত-ই-খুদা। ধারণাপত্র পাঠ করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাহী সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম। সভায় আলোচনায় অংশ নেন প্রবীণ আইনজীবী এনায়েত আলী, অধ্যাপক আনোয়ারুল কাদির, এ্যাডভোবেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যাপক সুকুমার ঘোষ, সাংবাদিক মোতাহার রহমান বাবু। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইদুর রহমান পিন্টু। সঞ্চালনা করেন সাংবাদিক মহেন্দ্র নাথ সেন। সভায় বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করে বাজেট। সেই জন্য রাজনৈতিক দলগুলোকে বাজেট ভাবনায় অংশগ্রহণ করতে হবে। পরিকল্পিত বাজেট তৈরিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। বাজেট ভাবনায় স্থানীয় সরকারের প্রতিটি স্তরের ভাবনাকে সম্পৃক্ত করতে হবে। এর জন্য প্রয়োজন হবে জেলাভিত্তিক বাজেট ঘোষণা করা।
×