ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে নির্বাচনী সহিংসতায় যুবলীগ কর্মী খুন

প্রকাশিত: ১৮:৫৭, ৬ মে ২০১৬

হাটহাজারীতে নির্বাচনী সহিংসতায় যুবলীগ কর্মী খুন

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ হাটহাজারী উপজেলার মির্জাপুরে নির্বাচনী সহিংসতায় নুরে এলাহী জুয়েল (৩২) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছে। তৃতীয় দফা অনুষ্ঠিয় ইউপি নির্বাচনে প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উক্ত যুবলীগ কর্মী গুলিতে গুরুতর আহত হয়। পরে, তাকে মুমুূর্ষূ অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর ঐ দিন রাত সোয়া ১১টার সময় সে প্রাণ হারায়। জুয়েল মির্জাপুর ইউনিয়নের কালা বাদশা পাড়াস্থ মৃত ডাঃ শেখ আহমদের পুত্র। স্থানীয় সূত্রগুলো জানায়, ঐ সময় মির্জাপুর ইউনিয়নে নৌকা মার্কা সমর্থিত প্রার্থীর পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে মিছিল করার সময় প্রতিপক্ষের কর্মীরা দূর থেকে গুলি চালায়। এতে জুয়েল গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা বিলকিছ এবং হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে যান। এদিকে, হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ মুহুর্ত্বে বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে পাল্টাপাল্টি হামলায় আতংক হয়ে পড়েছেন ভোটারা। উক্ত উপজেলার ফতেপুর ও উত্তর মার্দাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর অফিসে অগ্নিসংযোগ এবং ভাংচুরের অভিযোগ এনে উপজেলা প্রশাসন ও থানায় ক্ষতিগ্রস্থ প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ প্রদান করা হয়েছে।
×