ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে আজ চারুশিল্পীদের মিলনমেলা

প্রকাশিত: ২০:৪৫, ৫ মে ২০১৬

ঢাবিতে আজ চারুশিল্পীদের মিলনমেলা

অনলাইন রিপোর্টার॥ 'শিল্পের আঙ্গিনায় হোক তারুণ্যের জয়গান' স্লোগান সামনে রেখে বাংলাদেশ তরুণ শিল্পী সংসদ গঠনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আর্ট ইন্সটিটিউটের (সাবেক ও বর্তমান) তরুণ চারুশিল্পীদের সম্মেলন আহ্বান করা হয়েছে। আহ্বানে সাড়া দিয়ে এদিন সকাল থেকেই ঢাবি ক্যাম্পাসে উপস্থিত হতে দেখা গেছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চারুকলা শিল্পীদের। ঢাবি চারুকলা ইন্সটিটিউট প্রাঙ্গন পরিণত হয়েছে তরুণ চারুশিল্পীদের মিলনমেলায়। আয়োজকরা জানান, বাংলাদেশে বর্তমানে ১২টির বেশি চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান আছে। চারুকলার শিক্ষাজীবন সমাপ্তের পর এসব শিক্ষার্থীর শিল্প চর্চার সুযোগ খুব কমই থাকে। এসব শিক্ষার্থীদের একটি বড় অংশ সুযোগের অভাবে শিল্পচর্চা থেকে একসময় দূরে সরে যায়। চারুকলার এই দৈন্যদশা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তারা জানান, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যোগাযোগের ঘাটতিও থাকে বিস্তর। যে কারনে সমসাময়িক তরুণ শিল্পীদের মধ্যে আজ পর্যন্ত কোন শিক্ষা বিনিময় বিষয়ক কর্মসূচির আয়োজন করা সম্ভব হয়নি। তাই প্রতিটি শিল্পশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অপরকে জানার, নিজ শিল্পকর্মের মূল্যায়ন এবং নিজস্ব ধ্যান-ধারণা অন্যের সাথে আলোচনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণেই একটি প্লাটফরম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানান, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই শিল্প বিষয়ক নিয়মিত প্রকাশনা আছে কিন্তু বাংলাদেশে শিল্প সম্পর্কিত নিয়মিত কোন প্রকাশনা নেই। যে কয়টি আর্ট ম্যাগাজিন প্রকাশিত হয় তাতে তরুণ শিল্পীদের অংশগ্রহণের সুযোগ নেই বললেই চলে। বাংলাদেশের জনসাধারণের কাছে আজ পর্যন্ত চারুকলা তথা শিল্পীদের ব্যাপারে অসম্পূর্ণ, ভ্রান্ত ধারণা বিরাজ করছে যা শিল্প-সংস্কৃতির বিকাশে সবচেয়ে বড় অন্তরায়। এ সকল সমস্যা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের তরুণ শিল্পীদের নিয়ে নতুন এক শিল্প আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ তরুণ শিল্পী সংসদ গঠনের উদ্যোগ নিয়েছি আমরা।
×