ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নূর ইমরান মিঠুর টেলিফিল্ম ‘কালপুরুষ কানাগলি’

প্রকাশিত: ০৬:৪৯, ৫ মে ২০১৬

নূর ইমরান মিঠুর টেলিফিল্ম ‘কালপুরুষ কানাগলি’

সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘কালপুরুষ কানাগলি’। টেলিফিল্মের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শাহাদাত হোসেন, ফারজানা চুমকী, জুই করিমসহ আরও অনেকে। নাটক অতিশীঘ্রই চ্যানেল আইতে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক নূর ইমরান মিঠু। টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে যে সময় ট্যানারী ফ্যাক্টরি, নিজেদের পুরনো আমলের বাড়ি ডেভেলপারদের কাছে চলে যাচ্ছে ঠিক সেই সময় বিশ বছর নিখোঁজ থাকার পর বাড়িতে ফিরে এসেছে শাহানশাহ। বিশ্বায়নের হাওয়ায় শাহানশাহ দেখতে পায় সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে তাঁর চিরচেনা মানুষগুলোর বিশ্বাস। প্রচলিত শিক্ষা আজ মানুষের কৌতূহল জাগানোর থেকে লোভকে বেশি জাগিয়ে তুলছে। ব্যতিক্রম ছেলেবেলার বিহারী কসাই বন্ধু খালিদ। পুরনো প্রেমিকার তিন বছরের অসুস্থ ছেলেকে দেখে শাহানশাহ সামনে খসে পড়ে তার বানানো সুখ- দুঃখের বোধের জগত। পরিবারের সবার ধারণা সম্পত্তির ভাগ নিতে এসেছে শাহানশাহ কিন্তু সবাইকে অবাক করে মৃত্যুর কলে ঢলে পড়ে শাহানশাহ। মৃত্যুর আগে বান্ধবীর ছেলের জন্য রেখে যায় চিকিৎসার টাকা। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মের কাহিনী। আনন্দকণ্ঠ ডেস্ক
×