ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মুখোমুখি কলকাতা-পাঞ্জাব

আজ সুযোগ হবে সাকিবের?

প্রকাশিত: ০৬:৩৯, ৪ মে ২০১৬

আজ সুযোগ হবে সাকিবের?

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বিপরীত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন দুই বাংলাদেশী তারকা সাকিব-আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুরন্ত বোলিংয়ে বিনোদনের পসরা সাজিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। বাঁহাতি পেসার হয়ে উঠেছেন সানরাইজার্স হায়দরবাদের মধ্যমণি। সেখানে একাদশে নিয়মিত জায়গা হচ্ছে না সাকিবের! একাধিক সুযোগ কাজে লাগাতে না পারাই মূলত বিশ্বের অন্যত সেরা এই অলরাউন্ডারকে বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। ঘরের মাঠ ইডেন গার্ডেনে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে গৌতম গাম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। টানা দুই হারের পর আগের ম্যাচে শক্তিধর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে যারা ঘুরে দাঁড়িয়েছে। ৮ খেলায় পঞ্চম জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সুতরাং সাকিবকে একাদশে ফেরানো হবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই। প্রশ্নটা আরও বড় হয়ে উঠছে ব্যাটে-বলে তার ব্যর্থতার জন্য। কলকাতা যে আট ম্যাচ খেলেছে তার চারটিতে সুযোগ পেয়ে একদমই নিষ্প্রভ বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা। বল হাতে উইকেট পেয়েছেন মোটে দুটি। ব্যাটিংয়ে করেছেন ১১, ৩ ও ৬ রান! অথচ দলটির দু’দুটি শিরোপা জয়ে সাকিবের ছিল গুরুত্বপূর্ণ অবদান। মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লী ডেয়ারডেভিলসের কাছে টানা দুই হারে কোণঠাসা হয়ে পড়েছিল কলাকাতা। পরশু ব্যাঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে গাম্ভীর বাহিনী। মাত্র ২৯ বলে অপরাজিত ৬০ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়ে ‘নায়ক’ ইউসুফ পাঠান। গাম্ভীরের নেতৃত্বে কলকাতা শিবিরে আছেন আন্দ্রে রাসেল, সুনিল নারাইণ, মরনে মরকেল, কলিন মুনরো, ব্রাড হগ, জন হেস্টিংসের মতো বিদেশী রিক্রুটরা। স্থানীয়দের মধ্যে উমেষ যাদব, পীযূষ চাওলা, ইউসুফ পাঠান, মানিষ পান্ডের নাম বিশেষভাবে উল্লেখ্য। অবশ্যই গাম্ভীরের কথা বলতে হবে, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ওপেনিংয়ে তার সঙ্গী রবিন উথাপ্পাও কম যান না। বিপরীতে পাঞ্জাবও কম সমৃদ্ধ নয়Ñ আছেন ‘কিলার’ ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল জনসন, কাইল এ্যাবট, অক্ষর প্যাটেল, মার্কাস স্টয়নিস, মুরলি বিজয়ের মতো ডাকাবুকো ক্রিকেটার। বলিউড সুন্দরী প্রীতি জিনতার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি তবু কেন যে কুল পাচ্ছে না! ৭ ম্যাচে ৫ হারে পয়েন্ট টেবিলের তলানিতে কিংস ইলেভেন পাঞ্জাব। মিলারকে সরিয়ে মুরলি বিজয়কে অধিনায়ক করে অবশ্য শেষ ম্যাচে শীর্ষে থাকা গুজরাট লায়ন্সের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে তারা।
×