ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ক্লিনিককে জরিমানা, ব্লাড ব্যাংক সিলগালা

প্রকাশিত: ০৯:০৮, ৩ মে ২০১৬

ক্লিনিককে জরিমানা, ব্লাড ব্যাংক সিলগালা

স্টাফ রিপোর্টার ॥ হাসিনার রক্তের গ্রুপ এবি পজেটিভ। কিন্তুুু তার শরীরেই পুশ করা হচ্ছিল এ পজেটিভ রক্ত। তখনই বিপত্তি ঘটে। ডাক্তার আঁচ করতে পেরে রক্ত দেয়া বন্ধ করেন। ততোক্ষণে হাসিনার অবস্থা সঙ্কটাপন্ন। বাধ্য হয়েই তাকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভাগ্যসহায়ক ছিল হাসিনারÑওই ক্লিনিক থেকে ঢাকা মেডিক্যালের দূরত্ব ছিল মাত্র কয়েক মিনিটের। যে কারণে প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনা সোমবার বিকেলের। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসংলগ্ন মডার্ন হেলথ কেয়ার নামের একটি প্রতিষ্ঠানে এভাবে দিনের পর দিন ভুল চিকিৎসা করা হচ্ছিল। যার খেসারত দিতে হয় হাসিনার মতো অভাগাদের। এদিন র‌্যাব হানা দেয় ওই ক্লিনিকে। র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম এ ধরনের ভুল চিকিৎসার অপরাধে ক্লিনিকটি সিলগালা করে দেন। তাৎক্ষণিক জরিমানা করা হয় ২ লাখ টাকা। কিন্তু মালিক রফিক ও রনি পলাতক থাকায় ম্যানেজার জহুরুল ইসলামকেই জরিমানা করা হয় এ টাকা।
×