ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

লাইটার ও কার্গো জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৯:০৬, ৩ মে ২০১৬

লাইটার ও কার্গো জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ লাইটার ও কার্গো জাহাজ মালিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। সোমবার নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে তার দফতরে আলোচনার পর এ ঘোষণা দেয়া হয়। ফলে ব্যক্তি মালিকানাধীন জাহাজ পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা থাকছে না। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন (বিসিভিওএ) এবং কোস্টাল শিপ ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (কোয়াব) একটি যৌথ প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেয়। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় এসময় উপস্থিত ছিলেন। বিসিভি ও এর সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: কোয়াব-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান লক্ষণ চন্দ্র ধর, বি সি ভি ও এ’র সহ-সভাপতি মো: খুরশীদ আলম, আলহাজ মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ, আইনবিষয়ক সম্পাদক রফিকুল আলম দীপু, সদস্য ইঞ্জিনিয়ার মাহাবুব কবির ও সদস্য কাজী আবুল করিম। প্রসঙ্গত, নৌযান শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করলে গত বুধবার থেকে লাইটার ও কার্গো জাহাজ মালিকরা ধর্মঘটে যায়।
×