ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার নিয়ে ইতিবাচক থাকতে মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ

প্রকাশিত: ০৪:৩৭, ৩ মে ২০১৬

পুঁজিবাজার নিয়ে ইতিবাচক থাকতে মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ে ইতিবাচক থাকতে মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ইতিবাচক ধারণা দেয়ার আহ্বানও জানানো হয়। সোমবার শীর্ষ ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংর্কাসদের সঙ্গে বৈঠকে এই নিদের্শ দেয়া হয়। এ ছাড়াও বাজারে কিভাবে লেনদেন বাড়ানো যায় তা নিয়েও আলোচনা করা হয়। এছাড়া সম্পর্কের ভিত্তিতে নতুন ফান্ড আনার কথাও বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এটি নিয়ে আলোচনা করা কথা বলা হয়েছে। অন্যদিকে মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে আপাতত আইপিও বন্ধ রাখা, কোম্পানির স্পন্সরদের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা ও ডিলার এ্যাকাউন্টের সক্ষমতা বাড়ানোর কথাও বলা হয়। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গৃহীত নীতিকে শেয়ারবাজারের জন্য যথাযথ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সায়েদুর রহমান। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ ব্রোকারস ও মার্চেন্ট ব্যাংকার্সদের মধ্যে নিয়মিত বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ব্যাংকের ধারণ করা শেয়ার ও সাবসিডিয়ারি কোম্পানিকে দেয়া ঋণ সাবসিডিয়ারির মূলধনে রূপান্তরের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। এতে একদিকে সাবসিডিয়ারির মূলধন বাড়বে, অপরদিকে তাদের পুঁজিবাজারে বিনিয়োগ সীমা কমে আইনী সীমার মধ্যে নেমে আসবে। এভাবে সকল ব্যাংকই আইনী সীমার মধ্যে চলে আসবে। এ প্রক্রিয়ায় অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য কোন শেয়ার বিক্রি করতে হবে না। সায়েদুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য সময় বাড়ানোর পরিবর্তে যে নীতি গ্রহণ করেছে তা যথাযথ। যদি নীতি গ্রহণ না করে সমন্বয়ের জন্য দুই বছর সময় বাড়ানো হতো, তাহলে দুই বছর পরে আবার শেয়ার বিক্রির চাপ বাড়ত। এই নীতি গ্রহণের ফলে এখন ব্যাংকগুলোকে শেয়ার বিক্রয় করতে হবে না। এতে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
×