ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ের কারণে ৮৬ ভাগ মেয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে

প্রকাশিত: ০৮:২০, ১ মে ২০১৬

বাল্যবিয়ের কারণে ৮৬ ভাগ মেয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে

সংসদ রিপোর্টার ॥ শুধু বাল্যবিয়ের কারণে শতকরা ৮৬ ভাগ মেয়ে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে। বাল্যবিয়ের ফলে অল্প বয়সেই মেয়েরা বিপজ্জনকভাবে গর্ভধারণে বাধ্য হয়। দেশে প্রতিবছর প্রায় ৫ লাখ ৬৯ হাজার কিশোরী মা সন্তান প্রসব করে থাকে। এ ধরনের পরিস্থিতিতে বাল্যবিয়ে ঠেকাতে কোন ধরনের শর্ত যুক্ত না করেই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮’র ওপরে রাখার বিষয়ে জোর দিয়েছেন সংসদ সদস্যরা। এ বিষয়ে আইনের কঠোর প্রয়োগ চেয়েছেন তারা। জনসচেতনতা তৈরিতে সংসদ সদস্যদের নিয়ে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও মাতৃমৃত্যু প্রতিরোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং যুব উন্নয়ন বিষয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের অর্থায়নে এবং জাতীয় সংসদ সচিবালয় বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং পার্লামেন্ট’স ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেটেড পপুলেশন ইস্যু ইনটু ডেভেলপমেন্ট (এসপিসিপিডি)’ শীর্ষক প্রকল্প আয়োজিত এক মতবিনিময় সভায় এ মতামত উঠে আসে। শনিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাবিবে মিল্লাত, এ্যাডভোকেট সানজিদা খানম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রেবেকা মমিন, হুইপ শাহাব উদ্দিন, উম্মে কুলসুম স্মৃতি সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া, এসপিসিপিডির প্রকল্প পরিচালক কামাল বিল্লাহ প্রমুখ।
×