ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালের দারিদ্র অস্বচ্ছল পরিবারের মেয়েদের বিয়ে হবে বিনামূল্যে

প্রকাশিত: ০১:৫৬, ২৯ এপ্রিল ২০১৬

বরিশালের দারিদ্র অস্বচ্ছল পরিবারের মেয়েদের বিয়ে হবে বিনামূল্যে

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ দারিদ্র, অস্বচ্ছল ও কন্যাদায়গ্রস্থ পিতামাতার দুশ্চিন্তার অবসান ঘটাতে সম্পূর্ণ বিনাখরচে বিয়ের অনুষ্ঠানের জন্য নেয়া হয়েছে মহতি উদ্যোগ। বিয়ের সাজসজ্জা, মেহমানদের আপ্যায়ন (খাওয়া-দাওয়া)সহ যাবতীয় আয়োজন এবং বিয়ের আনুষ্ঠানিকতা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এমনই এক অনন্য উদ্যোগ নিয়ে জেলার বাবুগঞ্জে নির্মিত হয়েছে রাশেদ খান মেনন কমিউনিটি সেন্টার। উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠী গ্রামের কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পাঠাগার সংলগ্ন এলাকায় নির্মিত কমিউনিটি সেন্টারের উদ্বোধণ হবে আজ শনিবার। প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পরিচালক আতিকুর রহমান আতিকের উদ্যোগে সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত রাশেদ খান মেনন কমিউনিটি সেন্টারের উদ্বোধন করবেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী। এ উপলক্ষে শনিবার দিনভর ঢাকাসহ দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে কমিউনিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক, জেলা পুলিশ সুপার এস.এম আকতারুজ্জামান প্রমুখ। সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী নোলক, শাহনাজ বাবু, আশিক, সাগর বানু, মুন, রাইসা ও শিমু। এছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের নিয়মিত নৃত্যশিল্পীরা। আয়োজক ও কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পাঠাগারের সভাপতি আতিকুর রহমান আতিক জানান, রাশেদ খান মেনন কমিউনিটি সেন্টার একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে। সেন্টারের তদারকিতে থাকবে দেহেরগতি ইউনিয়ন পরিষদ। দাতাদের সাহায্য, পরিষদের কল্যাণ তহবিল ও কমিউনিটি সেন্টার থেকে অর্জিত অর্থ দিয়ে এলাকার দরিদ্র, অসহায় ও কন্যাদায়গ্রস্থ পিতামাতাদের মেয়ের বিয়ে এবং অস্বচ্ছল এতিম ছেলেমেয়েদের সম্পূর্ণ বিনাখরচে অনুষ্ঠান করে বিয়ে ও তুলে দেয়ার ব্যবস্থা করা হবে রাশেদ খান মেনন কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে।
×