ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজেটে এফবিসিসিআইয়ের ৪৪৯ প্রস্তাব

প্রকাশিত: ০৫:৫৬, ২৯ এপ্রিল ২০১৬

বাজেটে এফবিসিসিআইয়ের ৪৪৯ প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্ক খাতসহ বিভিন্ন বিষয়ে ৪৪৯টি প্রস্তাবনা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বাজেট উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় এক অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত পরামর্শক কমিটির সভায় সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর কাছে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে মোট ৪৪৯টি প্রস্তাবনার মধ্যে শুল্ক খাতে রয়েছে সর্বোচ্চ সুপারিশ। এ খাতে মোট ২৪১টি প্রস্তাবনা দেয়া হয়েছে। আয়কর খাতে ১২৪টি এবং ভ্যাট খাতে রয়েছে ৮৪টি প্রস্তাব। প্রস্তাবনায় আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে। মূল্যস্ফীতির হার বিবেচনায় নিয়ে জীবনমানের বর্তমান ধারা ধরে রাখতে করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের তুলনায় ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে হয়রানি কমিয়ে করদানে উৎসাহিত করতে বাংলা ভাষায় সহজবোধ্য নতুন কর আইন প্রণয়নের প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ উভয় অর্থবছরই ব্যক্তি খাতের করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক্ষেত্রে এফবিসিসিআই যুক্তি দিচ্ছে, চলতি অর্থবছর মূল্যস্ফীতি অনেক বেড়েছে। বর্তমানে প্রায় ৬ শতাংশ মুদ্রাস্ফীতি রয়েছে। কিন্তু দুই অর্থবছর ধরে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। এ অবস্থায় নতুন অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা নির্ধারণ করা উচিত হবে। অন্যদিকে নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতার জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ২৫ হাজার টাকা, প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। ব্যক্তিগত কর হারের ক্ষেত্রে এফবিসিসিআইয়ের প্রস্তাব, প্রথম ৩ লাখ টাকার পরে ৫ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে করারোপ করা। চলতি অর্থবছর পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ১৫ শতাংশ কর রয়েছে। নতুন বাজেটে পরবর্তী ১০ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ করারোপের প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। এরপর ২০ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ ও পরবর্তী ৪০ লাখ টাকা পর্যন্ত ২৫ শতাংশ আয়করের প্রস্তাব রয়েছে সংগঠনটির প্রস্তাবনায়। ৪০ লাখ টাকার ওপরে আয়ের ক্ষেত্রে রয়েছে ৩০ শতাংশ করের প্রস্তাবনা। এফবিসিসিআইয়ের দাবি, আগামী অর্থবছর সারাদেশের করদাতার সর্বনিম্ন আয়কর ৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
×