ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে লেবার পার্টির এমপি নাজ শাহা বরখাস্ত

প্রকাশিত: ১৯:৫৩, ২৮ এপ্রিল ২০১৬

ব্রিটেনে লেবার পার্টির এমপি নাজ শাহা বরখাস্ত

অনলাইন ডেস্ক॥ ইসরাইল ও যুক্তরাষ্ট্র সম্পর্কিত ফেসবুক পোস্টের কারণে ব্রিটেনের লেবার পার্টির এমপি নাজ শাহাকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। ব্রাডফোর্ড ওয়েস্টের এমপি নাজ শাহ নির্বাচনের আগের বছর ২০১৪ সালে করা ফেসবুকে পোষ্টের জন্য নতুন করে সমালোচিত হন। তিনি তার পোস্টে যুক্তরাষ্ট্রের মানচিত্রের ওপর ইসরাইলের মানচিত্র বসিয়ে লেখেন, ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের সমাধান: ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হোক। ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে সরিয়ে নেয়ার পরামর্শ দেন নাজ শাহ। তার এই মন্তব্যের জন্যই লেবার দল থেকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে বিবিসি। বিবিসি তার প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নাজকে বরখাস্ত করার জন্য লেবার পার্টির কাছে আহ্বান জানায়। এ ছাড়াও বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে চাপে ছিল লেবার পার্টি। এদিকে নাজ শাহ জানায়, এমপি হওয়ার আগে এই পোস্টটি দিয়েছিলেন তিনি। সে সময় গাজার ওপর ইসরাইলি হামলা চলাকালে আবেগ তাড়িত হয়ে এই পোস্ট দেন তিনি। সেই জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
×