ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আন্দোলনের মুখে যবিপ্রবি বন্ধ ঘোষণা ॥ ছাত্র ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ

প্রকাশিত: ০৬:২০, ২৭ এপ্রিল ২০১৬

আন্দোলনের মুখে যবিপ্রবি বন্ধ ঘোষণা ॥ ছাত্র ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে বলা হয়েছে। হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি ৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ এবং সোমবার ২৮ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করার পর শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকায় বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন করতে থাকলে ভিসিসহ অন্যান্য কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে তালা ভেঙ্গে তাদের উদ্ধার করেন। এ সময় সেখান থেকে পুলিশ ২৮ শিক্ষার্থীকে তাদের হেফাজতে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি ৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করে ঐ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। পর থেকে তা প্রত্যাহারের জন্য আন্দোলন করছিল যবিপ্রবি শিক্ষার্থীদের একটি অংশ। এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ ফেসবুকে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। এ ব্যাপারে সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২৮ শিক্ষার্থীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে আন্দোলনকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
×