ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিবীয় উপকূল প্রহরায় জি-৫ বৈঠকের প্রস্তাব

ইইউর সঙ্গে মার্কিন রণতরী

প্রকাশিত: ০৪:২১, ২৭ এপ্রিল ২০১৬

ইইউর সঙ্গে মার্কিন রণতরী

আফ্রিকা থেকে ইউরোপে শরণার্থী আগমনের গতি শ্লথ করতে গ্রীষ্মকাল নাগাদ ন্যাটো নেতৃত্বাধীন প্রচেষ্টায় আমেরিকান যুদ্ধ জাহাজ ইউরোপীয় ইউনিয়নের নৌযানগুলোর সঙ্গে যোগ দিতে পারে। জার্মানির হ্যানোভারে জি-৫ বিশ্ব নেতাদের বৈঠক থেকে এ তথ্য প্রকাশ পায়। খবর গার্ডিয়ান অনলাইনের। এখন অবধি ইইউ অপারেশন সোফিয়ার মাধ্যমে লিবিয়ার অদূরে আন্তর্জাতিক জলসীমায় টহল দেয়ার সম্পূর্ণ দায়িত্ব পালন করছে। ন্যাটো তুরস্ক ও গ্রীসের মধ্যবর্তী অনেক সংকীর্ণতর ইন্ডিয়ান সাগরে টহল দিচ্ছে। জি-৫ বৈঠকের কর্মকর্তারা বলেন, আদম পাচারকারীদের নেটওয়ার্ক বন্ধ করে দিতে ইইউ ও ন্যাটো লিবিয়ার অদূরে গোয়েন্দা তথ্য ও সম্পদ বিনিময়ের জন্য একযোগে কাজ করুক বলে এখন প্রস্তাব করা হচ্ছে। ইইউ নেতারা বিশেষত ইতালীয় মন্ত্রীরা আফ্রিকা থেকে ইউরোপে শরণার্থী আগমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, এমনকি যদিও চলতি বছর সেই সংখ্যা এখনও বাড়েনি। লিবিয়ায় এক ব্যাপকতর মিশন পরিচালনার প্রস্তাব ৭ জুলাই ওয়ারশতে অনুষ্ঠেয় জোট নেতাদের শীর্ষ সম্মেলনে অনুমোদিত হতে পারে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী রবার্তা পিনোত্তি এ কথা জানান। পিনোত্তি বলেন, ন্যাটো পর্যায়ে আমরা অপারেশন এ্যাক্টিভ এন্ডেভারকে পূর্ব ভূমধ্যসাগরের এক সন্ত্রাসবিরোধী তৎপরতা থেকে লিবিয়ার উপকূলে টহলদারিতে নিয়োজিত করার অনুরোধ জানিয়েছি। ওয়ারশ শীর্ষ সম্মেলনে অনুরোধটি অনুমোদিত হবে বলে তিনি প্রত্যাশা করেন কিনা, এ প্রশ্নের জবাবে পিনোত্তি বলেন, হ্যাঁ অবশ্যই ভূমধ্যসাগরের মিশনগুলোর মধ্যে সমন্বয় সাধনের স্বার্থে। এ শীর্ষ সম্মেলনে প্রস্তাবটির এক কার্যকর সিদ্ধান্তে পরিণত হওয়া উচিত। বৈঠকের পর এক বিবৃতিতে ডাউনিং স্ট্রিট জানায়, ডেভিড ক্যামেরন ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপ অভিমুখী অবৈধ অভিবাসীদের স্রোত ঠেকাতে লিবীয় কোস্টগার্ড বাহিনীর সামর্থ্য গড়ে তুলতে নতুন লিবীয় সরকারের সঙ্গে কাজ করার পক্ষে যুক্তি দেখান। গ্রীসের ভৌগোলিক জলসীমা থেকে মিসরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত অপারেশন সোফিয়ার কাজ লোক পাচারকারীদের নেটওয়ার্ক সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিপন্ন নৌযানগুলোকে সহায়তা করার ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। অভিভাসন সঙ্কট যে ইউরোপীয় রাজনীতিকে অস্থির করে তুলছে এবং এর ফলে মার্কিন স্বার্থ ব্যাহত করছে, ন্যাটো ভূমিকার সম্প্রসারণ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এ স্বীকৃতির আরও এক আভাস। ২০১৪ সালের শুরুর পর লিবিয়া থেকে নৌকাযোগে বিশ্বের সব জায়গা হতে সাড়ে তিন লাখেরও বেশি অভিবাসী ইতালি পৌঁছায়। এ কথা জোর দিয়ে বলা হচ্ছে, লিবিয়ার সার্বভৌম জলসীমায় লিবীয় শরণার্থীদের বিরুদ্ধে কোন নৌ অবরোধই সম্ভব হবে না যদিও সে পর্যন্ত না লিবীয় সরকার সেই মর্মে কোন অনুরোধ করে বা সম্ভবত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোন প্রস্তাব গ্রহণ করে। জি-৫ বৈঠকে ক্যামেরন ও ওবামার সঙ্গে জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল, ইতালীয় প্রধানমন্ত্রী মাডেও রেনজি এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও যোগ দেন। ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে ইতালি লিবীয় উপকূলের অদূরে তৎপরতা চালাতে সামর্থ্য এমন বাহিনীর ক্ষেত্রে সমন্বয় সাধন করছে এবং স্থলভাগে এক লিবীয় জাতীয় সেনাবাহিনীকে প্রশিক্ষণ দানে সহায়তা করছে। ন্যাটো এখন ইউরোপ থেকে ফিরিয়ে দেয়া আফ্রিকানদের জন্য অভ্যার্থনা কেন্দ্র নির্মাণসহ ওই পরিকল্পনার কিয়দংশের দায়িত্ব গ্রহণ করবে বলে সম্ভাবনা রয়েছে। লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত নতুন সরকারের নেতৃত্ব দিচ্ছেন ফয়েজ আল সারাজ। এ সরকার কয়েক বছরের গৃহযুদ্ধের পর রাজনৈতিক কর্তৃত্ব অর্জনের জন্য কঠোর চেষ্টা চালাচ্ছেন। এটি পাশ্চাত্যের ওপর খুব নির্ভরশীল বলে দেখা যায় না।
×