ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় গৃহায়ণ নীতিমালা অনুমোদন

প্রকাশিত: ০৯:১২, ২৬ এপ্রিল ২০১৬

জাতীয় গৃহায়ণ নীতিমালা অনুমোদন

বিশেষ প্রতিনিধি ॥ দেশের সকল নাগরিকের জন্য আবাসিক সুবিধা নিশ্চিত করতে জাতীয় গৃহায়ণ নীতিমালা-২০১৬ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নীতিমালার অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, দেশের সকল নাগরিকের আবাসন সুবিধা, টেকসই মানববসতির উন্নয়ন, সামাজিক ও পরিবেশগত এবং ধর্মীয় অনুশাসন, বনজ প্রাকৃতিক সম্পদের ব্যবহার, গৃহায়ণ প্রকল্পকে গুরুত্ব দিয়ে এ নীতিমালার অনুমোদন দেয়া হয়েছে।
×