ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খন্দকার জিয়া হাসান

কমিউনিকেটিভ ইংলিশ ও ইন্টারপার্সোনাল স্কিলস

প্রকাশিত: ০৬:৫৯, ২৫ এপ্রিল ২০১৬

কমিউনিকেটিভ ইংলিশ ও ইন্টারপার্সোনাল স্কিলস

চাকরির বাজারে সব থেকে বেশি চাহিদা এখন কমিউনিকেশন স্কিলসের। যার কমিউনিকেশন স্কিলস ভাল তাকে চাকরি খুঁজতে হয় না, চাকরিই তাকে খোঁজে। দেশে প্রায় ৫০ লাখ বেকার গ্র্যাজুয়েট আছে তবে কমিউনিকেশন স্কিলসে ভাল কোন গ্র্যাজুয়েট বেকার বসে নেই। বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবীদের কমিউনিকেশন্স স্কিলসে উৎকর্ষ সাধনের লক্ষ্যে বনানীতে অবস্থিত লাইফ স্কিলস ট্রেইনিং ইনস্টিটিউট বিভিন্ন রকম সফট স্কিলস ট্রেইনিং অফার করছে। কমিউনিকেটিভ ইংলিশ, বিজনেস ইংলিশ, ইমেইল ম্যানেজমেন্ট, কর্পোরেট এটিকেট-ম্যানারস, টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, সিভি রাইটিং, ইন্টারভিউ প্রেপারেশন, ইফেক্টিভ কমিউনিকেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর এখানে ট্রেইনিং প্রদান করা হয়। এখানকার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রাইভেট ওয়ান-টু-ওয়ান কিংবা, ২/৩ জনের গ্রুপে ট্রেইনিং করানো হয়, যার ফলে পার্টিসিপ্যান্টদের চাহিদা অনুযায়ী প্রোগ্রাম সাজানো যায়। এছাড়াও এখানে তিনটি ভিন্ন মাত্রায় ট্রেইনিং এ অংশগ্রহণ করা যায়; ট্রেইনারের সাথে সামনা সামনি বসে প্র্যাকটিস করা, ট্রেইনারের তত্ত্বাবধানে প্র্যাকটিস রুমে সেলফ-প্র্যাকটিস করা এবং ভার্চুয়াল ট্রেইনিং সেশনে অংশগ্রহণ করা। লিড ট্রেইনার জিয়া হাসান একজন ঞঊঝখ সার্টিফায়েড ট্রেইনার। তিনি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন দেশী বিদেশী প্রতিষ্ঠানে সফট স্কিলস ট্রেইনিং করাচ্ছেন। একটি বিদেশী দূতাবাসে তিনি চুক্তিভিত্তিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেইনার হিসেবে কাজ করেন। এছাড়াও বাংলাদেশ পুলিশে তিনি খ-কালীন ইংরেজী শিক্ষক হিসেবে কাজ করেন। তিনি ইংল্যান্ডে দুবার প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং আমেরিকায় টিচার্স সেমিনারে অংশগ্রহণ করেছেন। তার ওয়েবসাইট িি.িুরধযধংধহ.পড়স বা খঝঞও ফেসবুক ফ্যান পেইজে বিস্তারিত তথ্য রয়েছে। আগ্রহীরা লাইফ স্কিলস ট্রেইনিং ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। ঠিকানা : বাড়ি- ৫, রোড- ১৭, ব্লক-বি, বনানী। (সারিনা হোটেলের উল্টা দিকে)। ফোন : ০১৭১১ ৫২ ৫৬ ৪৫।
×